Advertisement
E-Paper

ডেঙ্গির রিপোর্ট মিলবে ওয়েবে

ডেঙ্গির রক্ত পরীক্ষার রিপোর্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলার প্রতিটি বেসরকারি প্যাথলজি কেন্দ্রের রিপোর্ট দফতরের সরকারী ওয়েবসাইটে আপলোডের প্রক্রিয়া শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৭:৪০

ডেঙ্গির রক্ত পরীক্ষার রিপোর্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলার প্রতিটি বেসরকারি প্যাথলজি কেন্দ্রের রিপোর্ট দফতরের সরকারী ওয়েবসাইটে আপলোডের প্রক্রিয়া শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। নিয়মিত ওই রিপোর্ট থেকে কোনও রোগীর রক্তে ডেঙ্গি পজিটিভ দেখা গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট রোগীর ঠিকানায় আশাকর্মী ও স্বাস্থ্য দফতরের কর্মীরা গিয়ে পদক্ষেপ করবেন। দক্ষিণ দিনাজপুরের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, অগস্ট থেকে জেলা স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে তথ্য দেখে সম্ভাব্য ডেঙ্গি রোগীর চিকিৎসা পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করে রোগীর ম্যাক অ্যালাইজা পরীক্ষাও করা হবে।

ডেঙ্গি, ম্যালেরিয়া ও এনসেফ্যালাইটিস—পতঙ্গবাহিত এই তিন রোগ প্রতিরোধে জেলা স্বাস্থ্য দফতর বিশেষ অভিযান শুরু করেছে। শহরাঞ্চলে প্রতিমাসে দু’দিন এবং গ্রামাঞ্চলে পাঁচ দিন স্বাস্থ্যকর্মীরা সমীক্ষায় নেমেছেন। বাড়িতে কারও জ্বর রয়েছে কি না, জমা জল পরিষ্কারের বিষয়ে খোঁজখবর করে ব্যবস্থা নিচ্ছেন। চলছে ডেঙ্গি রোধে সচেতনতার প্রচার। বালুরঘাট শহরে পুরসভা সাফাই অভিযানে জোর দিয়েছে। বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহে রোজ নিয়ম করে শহরের ওয়ার্ডে ভ্রাম্যমান জঞ্জাল সংগ্রহে টোটোগাড়ি নামিয়েছে।

অশোকবাবুর দাবি, গত পাঁচ বছরের ডোঙ্গি সহ মশাবাহিত রোগপ্রবণ এলাকাগুলিতে গত ৬ মাস ধরে নিয়মিত সমীক্ষা ও নজরদারি চালানোয় এ বছর জেলায় ডেঙ্গির প্রকোপ অনেক কম। রাজ্য স্বাস্থ্য বিভাগের নির্দেশে চলতি মাস থেকে জেলার প্রতিটি গ্রাম ও শহরে রোগ প্রতিরোধে নজরদারি এবং সমীক্ষার কাজ শুরু হয়েছে। আশাকর্মীরা বাড়িতে ঘুরে জ্বর সংক্রান্ত তথ্য নিয়মিত জেলায় সরবরাহ করছেন। চলতি বছরে এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ২ জন এবং তপন, কুমারগঞ্জ ও হরিরামপুর ১ জন করে মোট ৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এখন সকলেই সুস্থ। এদের মধ্যে মাত্র ২ জনকে বালুরঘাট হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বাকি ৩ জন ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিতসায় সুস্থ হয়েছেন বলে অশোকবাবু জানান।

Dengue Patients Reports Website
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy