পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম ভরত বর্মন। তাঁর বয়স ৩০ বছর।
ভরত শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোচামারি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনের মতো মঙ্গলবারও ভরত স্থানীয় এক পুকুরে স্নান করতে নামেন। অনেক ক্ষণ তাঁকে পুকুর থেকে উঠতে না দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এর পরে তাঁরা খোঁজ শুরু করেন। পুকুরে জাল ফেলা হয়। তার পরেও তাঁর কোনও সন্ধান মেলেনি। এর পরে খবর দেওয়া হয় বক্সিরহাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শেষে পুকুর থেকে ভরতের দেহ উদ্ধার করা হয়।
ভরতের দেহ কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা শিল্পী সাহা বলেন, ‘‘সকাল ১০টা নাগাদ পুকুরে নেমে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম ভরতকে। কিছু ক্ষণ পরে তাঁর বাড়ির লোক তাঁকে খুঁজছিলেন। শেষে পুকুর থেকে উদ্ধার হয় দেহ।’’