ব্যক্তি এক। পরিচয় দুই। কখনও তিনি ভারতীয় হয়ে যান। কখনও আবার বাংলাদেশি। ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টায় অভিযুক্ত এক ব্যক্তিকে পাকড়াও করে এমনই তথ্য পেলেন তদন্তকারীরা। শনিবার ধৃতকে মালদহ জেলা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁর ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত আদতে বাংলাদেশি নাগরিক। ৩১ বছর বয়স। কখনও তিনি থাকতেন মুর্শিদাবাদের কালুখালি এলাকায়। কখনও থাকেন বাংলাদেশের রাজশাহিতে। পশ্চিমবঙ্গে যখন ঢোকেন, তখন নিজেকে ‘সেলিম শেখ’ বলে পরিচয় দেন। আবার বাংলাদেশে তিনিই মহম্মদ দিলওয়ার। সম্প্রতি মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি ওই যুবক ধরেছে। নির্দিষ্ট অভিযোগ জানিয়ে তাঁকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে খবর, ‘সেলিম শেখ’ নাম ব্যবহার করে ওই যুবক আগেও ভারতে ঢুকেছেন, থেকেছেন। এ বার ইমিগ্রেশনের সময়ে তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাক্রমে দূতাবাস থেকে ওই ব্যক্তির পরিচয় যাচাই করতে গিয়ে প্রকাশ্যে আসে আসল পরিচয়। এর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয় মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ভিসা-সহ কিছু ভারতীয় টাকা। উদ্ধার হয়েছে বাংলাদেশি পরিচয়পত্রও। তবে কোন পরিচয়পত্র আসল, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারী অফিসারেরা।
আরও পড়ুন:
অভিযুক্তকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে মালদহ জেলা আদালতে হাজির করানো হয়েছিল। শেষ পর্যন্ত বিচারক তাঁর ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।