আইএসসি-র পরীক্ষায় রাজ্যে উল্লেখযোগ্য জায়গা করে নিল কোচবিহারের দুই কন্যা। দু’জনেই কোচবিহারের সেন্ট মেরি’জ় হাই স্কুলের ছাত্রী। ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছে অনুষ্কা রায়। রাজ্য স্তরে সে দ্বিতীয় স্থানে রয়েছে। একই স্কুলের ছাত্রী আত্রেয়ী দত্ত পেয়েছে ৯৯ শতাংশ নম্বর। সে পঞ্চম স্থানে রয়েছে। দুই কৃতীকেই এ দিন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘‘রাজ্যে জেলার ওই দুই ছাত্রী উল্লেখযোগ্য ফল করেছে। তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।’’ সেন্ট মেরিজ় স্কুলের অধ্যক্ষ সিস্টার সেবস্তিয়ান বলেন, ‘‘আমরা ভীষণ খুশি।’’
স্কুল সূত্রে জানা গিয়েছে, আইএসসি-তে স্কুলের ৭০ জনের সবাই পাশ করেছে। আইএসসিই পরীক্ষাতেও ১৩৬ জনের সবাই পাশ করেছে। স্কুলে সেরা অনুষ্কার বাড়ি কোচবিহার শহরে। বাবা আশিস রায় রেলকর্মী, মা শম্পা রায় গৃহবধূ। অনুষ্কা বলে, “প্রশাসক হতে চাই। ইংরেজি অনার্স নিয়ে পড়ে পরে ইউপিএসসি পরীক্ষা দেব।” আত্রেয়ীর বাবা দীপেন দত্ত, মা পাপিয়া দত্ত দু’জনেই স্কুল শিক্ষক। আত্রেয়ী বলে, ‘‘দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়তে চাই। ব্যাঙ্ক আধিকারিক হওয়ার ইচ্ছে আছে।’’ আইসিএসই (দশম) পরীক্ষায় সেন্ট মেরিজ় স্কুলের সমাদৃত ভাওয়াল ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে। সমাদৃতের বাবা মৃত্যুঞ্জয় ভাওয়াল, মা শুচিস্মিতা চক্রবর্তী দু’জনেই শিক্ষক। সমাদৃতের কথায়, ‘‘বড় হয়ে ডাক্তার হতে চাই।” কোচবিহারের অরবিন্দ পাঠভবন স্কুলেও আইসিএসই-তে ২৯ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। সর্বাধিক নম্বর পেয়েছে পল্লবী সাহা (৯৮.৪)। স্কুলের অধ্যক্ষ জয়া চক্রবর্তী বলেন, ‘‘গত বারের চেয়ে ভাল ফল হয়েছে।” আইএসসি পরীক্ষায় আলিপুরদুয়ার স্টেপিং স্টোন মডেল হাই স্কুলের ছাত্র প্রতীম বিশ্বাস ৯৮.২৫ শতাংশ নম্বর পেয়েছে। ওই স্কুলেরই প্রজ্জ্বল সরকার আইসিএসসি-তে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দন ঘোষ বলেন, ‘‘আমাদের পড়ুয়ারা আইএসসি ও আইসিএসসি-তে ভাল ফল করেছে। তাদের জন্য গর্বিত।’’
আলিপুরদুয়ার জেলার বীরপাড়া সানশাইন স্কুলের জয়িব সিদ্দিকী আইএসসিতে ৯৭.২৫ শতাংশ নম্বর পেয়েছে। ওই স্কুলের আতিফ আলি আইএসসিতে ৯৬.২৫ শতাংশ নম্বর পেয়েছে। বীরপাড়া সানশাইন স্কুলের স্বস্তিকা ছেত্রী আইসিএসসি-তে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে। আলিপুরদুয়ার জেলার জয়গাঁও ও হ্যামিল্টনগঞ্জের দু’টি স্কুলের পরীক্ষার্থীরাও ভাল ফল করেছে।
জলপাইগুড়িতে আইসিএসসি বোর্ড পরিচালিত ওদলাবাড়ি ডন বসকো স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণির ফল নজরকাড়া হয়েছে। দশম এবং দ্বাদশ শ্রেণিতে যথাক্রমে সুপ্রতিম সরকার ৯৮.৪০ শতাংশ এবং শ্রুতি সোনার ৯৫.৭৫ শতাংশ পেয়েছে। অধ্যক্ষ টিজো থমাস ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)