সাঁতার শিখতে আসা বাচ্চাদের সঙ্গে সুইমিংপুলে অভিভাবকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা। তা নিয়ে অভিভাবকদের একাংশ সোমবার আপত্তি জানিয়ে পুরকর্তৃপক্ষের দ্বারস্থ হন। অভিভাবকদের অভিযোগ, ৪-৫ জন প্রশিক্ষক এবং দু’জন নিরাপত্তারক্ষীর উপর নির্ভর করে সাঁতারের প্রশিক্ষণ চলে। দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্যবস্থা চললেও কোনও সমস্যা হয়নি বলে অভিভাবকদের একাংশের দাবি। চলতি মার্চ থেকে সুইমিংপুলে অভিভাবকদের প্রবেশের অনুমতি বাতিল করায় তাঁরা তাঁদের বাচ্চাদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন বলে জানান। অভিভাবকদের সমর্থন জানিয়ে বিরোধী বাম কাউন্সিলাররা পাশে দাঁড়ানোয়, ঘটনাটিকে ঘিরে ভোটের মুখে রাজনীতির ছায়া দেখছে শাসক তৃণমূল। বিষয়টি নিয়ে এ দিন পুরসভার সভাগৃহে ভাইস চেয়ারম্যান-সহ পুরকর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠক হয়। তাতে ভাইস চেয়ারম্যান রাজেন শীল স্পষ্ট করে বলেন, ‘‘প্রশিক্ষণের শুরুর আধ ঘণ্টা আগে অভিভাবকেরা সুইমিংপুল চত্বরে ঢুকতে পারেন। তার আগেই অভিভাবকের ঢুকে পড়ায় ভিড়ের কারণে প্রশিক্ষণের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছিল বলে ওই নিয়ম করা হয়েছে।’’ এতে কারও সমস্যা হওয়ার কথা নয় বলেও দাবি করেন তিনি।