Advertisement
E-Paper

কোন্দল সামলাতে আজ বৈঠক পার্থর

প্রার্থী বাছাই নিয়ে দলের ক্ষোভ-বিক্ষোভ সামলাতে আজ, সোমবার শিলিগুড়িতে সভা করবেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ দিন সকাল সাড়ে দশটায় শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের তৃণমূলপ্রার্থীরা ও দলের নেতাদের নিয়ে কর্মিসভায় পার্থবাবু বক্তব্য রাখবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ০২:৪৯

প্রার্থী বাছাই নিয়ে দলের ক্ষোভ-বিক্ষোভ সামলাতে আজ, সোমবার শিলিগুড়িতে সভা করবেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ দিন সকাল সাড়ে দশটায় শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের তৃণমূলপ্রার্থীরা ও দলের নেতাদের নিয়ে কর্মিসভায় পার্থবাবু বক্তব্য রাখবেন। দলীয় সূত্রের খবর, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ্যে আসার সব খবরই রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছেছে। সেই সঙ্গে প্রার্থীদের একাংশও নানা অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে। গত শনিবারই বিক্ষুব্ধরা অন্তর্ঘাতও ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি গৌতম দেব। ক্ষোভ নিয়ে দলের নেতাদের একাংশ যে আশঙ্কায় রয়েছেন, জেলা সভাপতির মন্তব্যে তা প্রকাশ পেয়েছে বলে কর্মী-সমর্থকদের দাবি। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে দলের অবস্থান পার্থবাবু কর্মিসভায় জানিয়ে দেবেন।

তৃণমূলের মহাসচিব পার্থবাবু বলেন, ‘‘সব সংসারেই ছোট বড় ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে। তাই বলে একে অন্যের ক্ষতি করবে, এমন হওয়া ঠিক নয়। সকলকে নিয়ে বসে আলোচনা করব।’’

রাজ্যের বিভিন্ন এলাকার পুরভোটের প্রস্তুতিতে পার্থবাবু কর্মিসভা করছেন। শিলিগুড়িতেও তেমন আয়োজন হয়েছে বলে জানালেও, প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ সভাকে বাড়তি মাত্রা দিয়েছে বলে মনে করছেন দলের নেতারা। প্রার্থী তালিকা প্রকাশের পরেই শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে দলের কর্মী-সমর্থকরা প্রকাশ্যে বিক্ষোভ শুরু করেন। তালিকা প্রকাশের পরে দলের হিলকার্ট রোডের জেলা অফিসে ঢুকেও কর্মীদের একাংশ বিক্ষোভ দেখিয়েছেন। দলেরই পতাকা নিয়ে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে হিলকার্ট রোড থেকে চম্পাসারিতেও মিছিল দেখা গিয়েছিল। প্রার্থী বদলের দাবি তুলে মন্ত্রী তথা জেলা সভাপতির বাড়ির দিকেই মিছিল নিয়ে গিয়েছিলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের একাংশ। মন্ত্রী গৌতমবাবু অবশ্য বলেছেন, ‘‘বিক্ষুব্ধদের নিয়ে দল কড়া অবস্থান নিয়েছে। প্রচারে রাজ্য নেতৃত্বরা আসছেন, তাঁরাও কড়া বার্তা দেবেন।’’ সোমবারের কর্মিসভায় জেলা নেতৃত্ব সহ সব শাখা সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

siliguri tmc partha chattopadhyay siliguri corporation election north bengal news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy