Advertisement
২১ মে ২০২৪

ছাগল চুরির নালিশ, আগুন স্কুটিতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকনিকের পরিকল্পনা ছিল অভিযুক্তদের। কিন্তু আয়োজনের জন্য কম পড়ছিল টাকা। তাই সংলগ্ন এলাকা থেকে পাঁঠা বা খাসি চুরি করার পরিকল্পনা করেছিল দুই যুবক।

ভস্মীভূত: আগুনে জ্বলে গিয়েছে স্কুটি (উপরে)। ক্ষুব্ধ বাসিন্দারা। নিজস্ব চিত্র

ভস্মীভূত: আগুনে জ্বলে গিয়েছে স্কুটি (উপরে)। ক্ষুব্ধ বাসিন্দারা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৪:৫৮
Share: Save:

ছাগল চুরির অভিযোগে রণক্ষেত্রের আকার নিল শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ার শিসাবাড়ি এলাকা। চুরির অভিযোগে দু’জনকে আটকে চলল গণধোলাই। এমনকি অভিযুক্তদের দু’চাকার যানও আগুনে পুড়িয়ে দিলেন স্থানীয়দের একাংশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকনিকের পরিকল্পনা ছিল অভিযুক্তদের। কিন্তু আয়োজনের জন্য কম পড়ছিল টাকা। তাই সংলগ্ন এলাকা থেকে পাঁঠা বা খাসি চুরি করার পরিকল্পনা করেছিল দুই যুবক। কিন্তু তা সফল হয়নি। ছাগল চুরি করতে গিয়ে উত্তেজিত জনতার হাতে কেবল মার খেয়েই ফিরতে হল তা নয়। রোষের মুখে তাদের স্কুটিও জ্বালিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ওই দুই যুবককে। তাদের বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ দায়ের করে গ্রেফতার করেছে পুলিশ। যদিও যেখানে এই ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধে পর্যন্ত সেই এলাকা থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। শিলিগুড়ি পুলিশ কমিশারেটের এক অফিসার বলেন, ‘‘আমরাই ওদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসা করিয়েছি।’’

পুলিশ জানায়, শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার বাসিন্দা মহম্মদ পারভেজ এবং মহম্মদ শাহরুখ নামে ওই দুই যুবক এ দিন সকালে স্কুটি নিয়ে গিয়েছিল শিসাবাড়ি এলাকায়। সেখান থেকে একটি ছাগল চুরি করে স্কুটিতে তুলেও ফেলেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। দু’জন অপরিচিত যুবককে ছাগল নিয়ে যেতে দেখে তাদের পিছনে তাড়া করে এলাকাবাসী। যদিও তখন স্কুটির পিছনে ধাওয়া করে বেশিদূর পর্যন্ত যেতে পারেননি তাঁরা। তখন তাঁরা ফোন করে অন্য বাসিন্দাদের জানালে সাধন মোড়ে স্কুটির পথ আটকায় উত্তেজিত জনতা। বাসিন্দাদের তাড়া খেয়ে ছাগল ফেলেই পালাতে শুরু করে ওই দু’জন। কিন্তু ধরা পড়ে যায়। স্কুটি থেকে নামিয়ে সেখানেই তাদের উপর চড়াও হন স্থানীয়দের একাংশ।

এলাকার বাসিন্দা বুলবুল বর্মণের দাবি, ‘‘এর আগেও অনেকবার এ ভাবে ছাগল, পাঁঠা চুরি হয়ে গিয়েছে এলাকা থেকে। ছেলেগুলো দু’বার চক্কর দিয়ে একটি মাঠের পাশ থেকে ছাগলগুলোকে নিয়ে স্কুটিতে তুলে পালাচ্ছে বলে আমাদের কাছে খবর আসে।’’ যদিও ওই দুই যুবককে মারধর করার অভিযোগ অস্বীকার করা হয়েছে বাসিন্দাদের তরফে।

পরে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। ততক্ষণ উত্তেজিত জনতা ওই স্কুটিতে আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্কুটিটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে গিয়েছে।

ওই স্কুটিটি অন্য কারও কাছ থেকে চেয়ে ওই দুই যুবক নিয়ে গিয়েছিল বলে পুলিশের একটি সূত্রের দাবি।

মাটিগাড়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ওই দুই যুবককে। পরে অশান্তি পাকানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beating Violence Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE