কলেজের বার্ষিক অনুষ্ঠানে এক মহিলা পুলিশের শ্লীলতাহানির অভিযোগে দুই টিএমসিপি সমর্থককে আটক করেছে পুলিশ।
সোমবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে অনুষ্ঠান চলার সময়ে, গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই মহিলা এএসআইয়ের সঙ্গে ওই দুই ছাত্র অভব্যতা করে বলে অভিযোগ। আটক দুজনের মধ্যে একজন টিএমসিপির ছাত্র প্রতিনিধিও রয়েছে। টিএমসিপি সমর্থকদের একাংশের অভিযোগ, ওই দুই ছাত্রকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময়ে পুলিশ মারধরও করেছে। পুলিশ সূত্রে খবর, ওই দুই ছাত্রকে থানায় কান ধরে ওঠবোস করিয়ে ছেড়ে দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানিয়েছেন, কলেজের অনুষ্ঠানে অভব্যতার অভিযোগে দুই ছাত্রকে আটক করা হয়েছে। পুলিশ সুপার বলেন, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।
বিরোধীদের অভিযোগ আটক ছাত্রদের ছাড়ানোর জন্য প্রভাব খাটানো হচ্ছে। সে কারণেই সন্ধেবেলায় দুই ছাত্রকে থানায় নিয়ে যাওয়া হলেও রাত পর্যন্ত শুধু মাত্র আটক দেখানো হয়েছে।
খোদ পুলিশ কর্মীর শ্লীলতাহানি করা হলেও রাত পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। কলেজের অধ্যক্ষ ধীরাজ বসাক অবশ্য এমন ঘটনার কথা জানেন না বলে দাবি করেছেন। জেলা টিএমসিপি সভাপতি অভিজিত সিংহ বলেন, ‘‘কেউ অপরাধ করলে পুলিশ ব্যবস্থা নেবে।’’