Advertisement
১৮ মে ২০২৪

বালুরঘাটের গলিপথেও রাতে টহল

শহরবাসীর নিরাপত্তা বাড়াতে করতে বুধবার থেকে রাতে মোটরবাইকে টহল চালু হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। রাতে ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পাড়ায় পাড়ায় টহল চলবে।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০১:০৫
Share: Save:

শহরবাসীর নিরাপত্তা বাড়াতে করতে বুধবার থেকে রাতে মোটরবাইকে টহল চালু হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। রাতে ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পাড়ায় পাড়ায় টহল চলবে। এর আগে রাতে শহরে পুলিশের ভ্যান ছাড়াও বাসস্ট্যান্ড ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশি প্রহরা ছিল। এর সঙ্গে নতুন করে পাড়ায় পাড়ায় বাইকে টহল শুরু হওয়ায় নাগরিকেরা সন্তোষপ্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, শহরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ৫টি করে ওয়ার্ডের নিরাপত্তার দায়িত্ব একটি মোটরবাইকের থাকবে। বাইকে থাকা পুলিশ কর্মীদের ফোন নম্বর দিয়ে লিফলেটে প্রচারও শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাতে বড় রাস্তা ছাড়া সরু অলিগলি পথে মোবাইল ভ্যান ঢুকতে সমস্যা হয়। রাতে কোনও এলাকায় গন্ডগোল বা বাসিন্দারা সাহায্য চেয়ে ওই মোবাইল বাইকে ফোন করলে দ্রুত গলিরাস্তায় পৌঁছনো যাবে।’’ ঘটনার গুরুত্ব বুঝে সেই জায়গায় এক সঙ্গে সবগুলি মোটরবাইক ও মোবাইল ভ্যান-সহ অন্তত ২০ জন পুলিশ অফিসার ও কর্মী হাজির হয়ে যাবেন বলে বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ জানিয়েছেন।

পুজোর আগে সীমান্ত লাগোয়া শহর বালুরঘাটকে নিরাপত্তায় মুড়ে দেওয়ার সঙ্গেই রাতভর ওই বাইকের মাধ্যমে নাগরিকদের আপদকালীন সহায়তাও দেওয়া হবে। পুলিশ সুপার জানিয়েছেন, বিপদ বা সন্দেহজনক কিছু দেখার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে কেউ অসুস্থ হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা বাইকে ফোন করলে পুলিশকর্মীরা বাইক নিয়ে দ্রুত ওই এলাকায় পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balurghat night
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE