Advertisement
০৭ মে ২০২৪

সার্কিট বেঞ্চ নিয়ে টানাপড়েন তুঙ্গে

গত মঙ্গলবারই বিজেপির রাজ্য নেতারা জলপাইগুড়ি আদালতে গিয়ে সার্কিট বেঞ্চ নিয়ে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সুখবর শোনানোর আশ্বাস দিয়েছিলেন।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০৫:৪২
Share: Save:

সার্কিট বেঞ্চের কাজ দ্রুত শুরু হবে বলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বুধবার আশ্বাস দিলেন কোচবিহারে। এ দিনই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের সামনে মঞ্চ বেঁধে লাগাতার ধর্না কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, ধর্না মঞ্চে রাজ্যের মন্ত্রীরাও আসবেন।

তাতেই লোকসভা ভোটের আগে সার্কিট বেঞ্চ নিয়ে ফের সরগরম উত্তরবঙ্গের রাজনীতি।

গত মঙ্গলবারই বিজেপির রাজ্য নেতারা জলপাইগুড়ি আদালতে গিয়ে সার্কিট বেঞ্চ নিয়ে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সুখবর শোনানোর আশ্বাস দিয়েছিলেন। বৃহস্পতিবার কোচবিহার আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে রথযাত্রার প্রচার করতে গিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয় সহ অন্য নেতারা। বার লাইব্রেরিতে বিজয়বর্গীয় বলেন, “আপনারা সকলেই জানেন সার্কিটবেঞ্চ নিয়ে কে কী করতে পারে। যাতে দ্রুত সার্কিট বেঞ্চের কাজ শুরু হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে জানাব।” বিজেপি সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এলে সার্কিট বেঞ্চ নিয়ে কোনও ঘোষণা হতেও পারে।

এ দিন বিকেলেই তৃণমূলের জেলা নেতাদের কাছে রাজ্য নেতৃত্বের ফোন আসে। সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস একে একে জেলার সব নেতাদের ফোনে ধরেন। তারপরেই জেলা তৃণমূলের তরফে ঘোষণা করা হয়, যত দিন পর্যন্ত বেঞ্চ নিয়ে রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি প্রকাশ করা না হবে, ততদিন জলপাইগুড়ির স্টেশন রোডে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের সামনে ধর্না চলবে। বুধবার রাত থেকেই মঞ্চ বাঁধা শুরু হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, আইনজীবী সেলের আহ্বায়ক সোমনাথ পাল সকলেই একে একে নিজেদের সংগঠনের তরফে ধর্নার কথা ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Circuit Bench Kailash Vijayvargiya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE