বাঁধ সংস্কার না হলে বড় বিপদের শঙ্কা
‘আমার শহর’ বিভাগে বাঁধ নিয়ে আপনারা যে প্রতিবেদন তুলে ধরেছেন তা অত্যন্ত সময়োপযোগী। বর্ষার সময় বাঁধের এই দুরবস্থার কথা নজরে আনায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমি আরও কয়েকটি তথ্য তুলে ধরতে চাই। কোচবিহার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাঁধ ঘেঁষেই আমার বাড়ি। সে কারণে বাঁধের খারাপ অবস্থার কথা সব সময় আমাদের নজরে আসে। একটা সময় বাঁধের থেকে নদী নিরাপদ দূরত্বে ছিল। ফলে বাঁধের ওপারে চর এলাকায় কয়েকশো পরিবার বাড়িঘর তৈরি করে নিশ্চিন্তে ছিলেন। এখন নদী ক্রমশ বাঁধের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। নদীতে জল বাড়লেই প্রত্যেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। জলের ঢেউ আছড়ে পড়ে বাঁধের কিনারে। বাঁধের বেশ কিছু এলাকায় পাথর ও মাটি আলগা হয়ে যাওয়ায় মনে হয় বাঁধে ফাটল হতে পারে। তাহলে বাঁধের এপার যেমন বিপন্ন হবে, তেমনি বানভাসি হবে ওপারের শহরও। আমার মনে হয় সেচ দফতর ও প্রশাসনের বিষয়টি অজানা নয়। কিন্তু কোন অজ্ঞাত কারণে বাঁধের পূর্ণাঙ্গ সংস্কার হয়না। জোড়াতালি দিয়ে দায় সারা হয়। দলমত নির্বিশেষে সবাই বাঁধ সংস্কার নিয়ে সরব না হলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে।
অনির্বাণ কর, কোচবিহার