Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mid Day Meal

চাঁচলে পচা মিড ডে মিল দেওয়ার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে, অভিযোগ অভিভাবকদের

চাল, আলু ফেলে দিয়ে দু’ঘন্টা ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি, অবিলম্বে ভাল মানের চাল ও আলু দিতে হবে।

উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে

উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৯:৫৭
Share: Save:

মিড ডে মিল দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের হবিবনগর প্রাথমিক বিদ্যালয়ে।

অভিভাবকরা জানিয়েছেন, সোমবার সকালে তাঁরা বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী নিতে যান। তাঁদের অভিযোগ, কম পরিমাণে ও নিম্নমানের সামগ্রী দেওয়া হয়। বাজার থেকে পচা আলু, খারাপ চাল নিয়ে এসে তা দেওয়া হচ্ছিল। প্রতিবাদ জানান তাঁরা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। চাল, আলু ফেলে দিয়ে দু’ঘন্টা ধরে বিক্ষোভ দেখান তাঁরা। অভিভাবকদের দাবি, অবিলম্বে তাঁদের ভাল মানের চাল ও আলু দিতে হবে।

ছবি খাতুন নামের এক অভিভাবক বলেন, ‘‘নিম্নমানের খাদ‍্য সামগ্রী দেওয়া হচ্ছিল। পরিমাণেও কম দেওয়া হচ্ছিল। পচা আলু থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এই খাবার শিশুদের জন্য নিয়ে যাব কী ভাবে। তাই নিজের সন্তানের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিবাদ করি আমরা। অবিলম্বে আমাদের সঠিক পরিমাণে ভাল মানের খাদ‍্য সামগ্রী দিতে হবে।’’

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আসামুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘‘আমাদের কাছে যা আসছে তাই দিচ্ছি। খারাপ মানের কিছু দেওয়া হচ্ছে না।’’

এই বিষয়ে বিদ‍্যালয় পরিদর্শক তারক মণ্ডল বলেন, ‘‘নিম্নমানের খাদ্য সামগ্রী বিলি কাম‍্য নয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Mid Day Meal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE