উনিশে তৃণমূলের ব্রিগেড। তার আগেই উত্তরবঙ্গকে পাখির চোখ আসরে নেমে পড়লেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের যুব সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে সরাসরি আলাপ করে অভিনব প্রচারের পরিকল্পনা নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ হেন প্রচারের জন্য সারা দেশের বাছাই করা ১০০টি লোকসভা কেন্দ্রের তালিকায় ঢুকেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটও।
আজ, বৃহস্পতিবার এখানকার যুবমোর্চার সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি কথা বলবেন মোদী। আর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার এমন সুযোগ পাওয়ায় জেলার যুবকদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
যুবমোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বেকার সমস্যা, কর্মসংস্থানের অভাব, শিল্প সমস্যা ও সর্বোপরি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়গুলি তুলে ধরব। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ারের মতো যে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন সেই বিষয়ও তুলে ধরব।’’