Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আরও ২ হাতিকে রেডিয়ো কলার পরানোর সিদ্ধান্ত

দফতর সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝিই ডুয়ার্সের দুই এলাকার দুটি বুনো হাতির দলকে চিহ্নিত করার কাজ শুরু হবে।

—ফাইল ছবি

—ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
মালবাজার শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ০৪:১৮
Share: Save:

বুনো হাতির দলের গতিবিধি বুঝতে দুটি হাতির দলের অন্যতম পথপ্রদর্শক দুই হাতিকে চিহ্নিত করে তাদের গলায় রেডিয়ো কলার পরানো হয়েছিল আগেই। গতিবিধির বিষয়ে অনেক তথ্যই তাতে মিলেছে। এ বারে সেই সাফল্যে ভর করে আরও দুই হাতির দলকে চিহ্নিত করে বাছাই দুই হাতিকে রেডিয়ো কলার পরাবার সিদ্ধান্ত নিল বন দফতর।

দফতর সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝিই ডুয়ার্সের দুই এলাকার দুটি বুনো হাতির দলকে চিহ্নিত করার কাজ শুরু হবে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রবিকান্ত সিংহ বলেন, “আমরা প্রথমে দু’টি হাতিকে সাফল্যের সঙ্গে রেডিয়ো কলার পরিয়েছি। এ বারে আরও দু’টি হাতিকে কলার পরানো হবে।”

বন দফতর সূত্রে খবর, এই কাজের সময় কলকাতা থেকে আসবেন ঘুমপাড়ানি গুলি বিশেষজ্ঞ সুব্রত পালচৌধুরী। হাতিকে চিহ্নিত করা ও পুরো প্রক্রিয়া রূপদানের জন্যে বন্যপ্রাণ বিশেষজ্ঞ অরিত্র ক্ষেত্রিও এই দলে থাকবেন। অরিত্র এর আগেও দুটি হাতিকে রেডিয়ো কলার পরানো থেকে গতিবিধি নজর রাখার কাজ করে চলেছেন।

বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের চাপড়ামারিতে যে দলটিকে গত আট মাস আগে রেডিও কলার পরানো হয়েছিল সেই দলটি ভুটান সীমান্তের ওপারে গিয়ে আবার ফিরে এসে রাজ্যের ভুট্টবাড়ি, গরুমারার মত জঙ্গলে ঘুরে বেড়িয়েছে। রেললাইনের থেকে কাছাকাছি চলে এলে দ্রুত সংশ্লিষ্ট বনকর্মীদের দলটির উপস্থিতির কথা জানিয়েও দেওয়া হয়।

এ বারে ডুয়ার্সের বক্সা ও জলদাপাড়া বনাঞ্চলের দুই অরণ্যের দুটি দলকে চিহ্নিত করা হবে বলেও বনদফতর সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। একদিকে যেমন হাতি চলাচল, করিডোরগুলোর অবস্থান এবং হাতি গবেষণা এই কলার থেকে আসা গতিবিধির বার্তার দ্বারা উপকৃত হবে। তেমনি মানুষ হাতি সংঘাত, ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রোধেও এই রেডিও কলার সদর্থক ভূমিকা নেবে বলেই দাবি বনকর্মীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Radio Collar Mal Bazar Elephant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE