আজ ঝ়ড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই পূর্বাভাস পেয়েই ভোটপর্ব নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা নিচ্ছে বিভিন্ন জেলা প্রশাসন। বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শিলিগুড়ি ও লাগোয়া এলাকাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পরেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। দুর্যোগের জন্য যাতে ভোটগ্রহণ ব্যাহত না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। বিকল্প বাহিনীও তৈরি রাখা হচ্ছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেন, ‘‘আবহাওয়া খারাপ থাকতে পারে এটা আগেই ধরে নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আগাম কিছু সতর্কতা নেওয়াই ছিল। ইতিমধ্যেই পোলিং বুথগুলিতে কর্মীরা পৌঁছে গিয়েছেন। তাই ভোটগ্রহণে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা কম।’’
গত কয়েক দিন যাবৎ উত্তরের আবহাওয়া সমানে ওঠানামা করেছে। মার্চের গোড়ায় ভোট ঘোষণার সময়ে পাহাড়ে তীব্র শীত, তো সমতলে প্রবল গরম। সঙ্গে আর্দ্রতা। সেই গরম বদলে মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া উঠে পরিস্থিতিও বদলায়। তবে সেটা সাময়িক। সম্প্রতি প্রচার যখন তুঙ্গে, তখন এই আবহাওয়া যেমন ঘামিয়ে দিয়েছে প্রার্থীদের, তেমনই চাঁদি ফাটা রোদ সামলে জনসভায় ভিড় বাড়াতে হিমশিম খেয়েছেন ভোট ম্যানেজারেরা।