পড়শি এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ইসলামপুর থানার বিজুখোঁড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে. পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম আনওয়ারুল হক। তার বাড়ি ওই এলাকাতে। পুলিশ জানিয়েছে, গত ২ জুলাই ইসলামপুর থানার বিজুখোঁড়ের বাসিন্দা ওই গৃহবধূকে ধর্ষণ করে পড়শি ওই যুবক। তাকে পাটক্ষেতে নিয়েগিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এর পরই ঘটনার তদন্তে নেমে ইসলামপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত ওই ব্যক্তিকে এ দিন ইসলামপুর আদালতে তুলেছে পুলিশ।