আজ, সোমবার কলকাতায় রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সেখানে ডাকা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা স্বাস্থ্য দফতরের অধীন কর্মরত চিকিৎসকদের একাংশকেও। সরকারি উদ্যোগে চিকিৎসকদের জন্য গঠিত অভিযোগ নিষ্পত্তি (‘গ্রিভান্স রিড্রেসাল’ কমিটির উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে যোগ দিচ্ছেন রায়গঞ্জ ও মালদহ মেডিক্যালের কিছু চিকিৎসক। তবে রায়গঞ্জ মেডিক্যাল থেকে রবিবার রাত পর্যন্ত কোনও জুনিয়র চিকিৎসক সমাবেশে যোগ দিতে রওনা হননি বলে মেডিক্যাল সূত্রের খবর।
গত বছর আরজি কর-কাণ্ডের পরে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যস্তরে চিকিৎসকদের জন্য ওই কমিটি তৈরি হয়, যাতে সেখানে চিকিৎসকেরা নিজেদের সমস্যা ও অভিযোগের কথা জানাতে পারেন। ওই কমিটির উদ্যোগে আজ, সোমবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রায়গঞ্জ মেডিক্যালের অস্থায়ী অধ্যক্ষ স্নেহাংশু পান বলেন, ‘‘আমাদের মেডিক্যাল থেকে সমাবেশে ১৫ জনের মতো সিনিয়র চিকিৎসক যোগ দেবেন।’’ মেডিক্যালের জুনিয়র চিকিৎসক তথা আরজি-কর কাণ্ড নিয়ে আন্দোলনের অন্যতম নেতা অনির্বাণ বাহাদুর বলেন, ‘‘মেডিক্যালের কোনও জুনিয়র চিকিৎসকের ওই সমাবেশে যোগ দেওয়ার খবর নেই।’’ রায়গঞ্জ মেডিক্যালের পরিকাঠামোগত সমস্যা, হুমকি-সংস্কৃতি, টাকার বিনিময়ে পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো অভিযোগ নিয়ে ওই সমাবেশে আলোচনা হতে পারে বলে সূত্রের দাবি।
দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ না থাকলেও ওই জেলার স্বাস্থ্য দফতরের অধীনে কর্মরত চিকিৎসকেরা সমাবেশে ডাক পেয়েছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানিয়েছেন, জেলা থেকে পাঁচ চিকিৎসককে ওই সমাবেশে পাঠানো হয়েছে। সুদীপ বলেন, ‘‘আমাদের জেলায় তেমন অভিযোগ নেই। তবু বৈঠকে থাকছেন জেলার চিকিৎসক প্রতিনিধিরা।’’
অন্য দিকে, মালদহ মেডিক্যাল থেকে সিনিয়র ও জুনিয়র চিকিৎসক মিলিয়ে ১৬ জন ওই সমাবেশে যোগ দিচ্ছেন। আর জি কর-কাণ্ডের পরে এই মেডিক্যালে সিসি ক্যামেরা লাগানো, ওয়ার্ডে ডাক্তারদের ডিউটি রুম ও ওয়াশরুম তৈরি, বাড়তি আলো লাগানো, সীমানা পাঁচিল তৈরি বা সংস্কারের দাবিতে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন করেন। তার মধ্যে অনেক দাবি ইতিমধ্যেই পূরণ হয়েছে বলে মেডিক্যাল সূত্রের খবর। মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা সুপার প্রসেনজিৎ বর বলেন, ‘‘মেডিক্যালের ১৬ জন চিকিৎসক সমাবেশে যোগ দিচ্ছেন।’’
তথ্য সহায়তা: শান্তশ্রী মজুমদার ও জয়ন্ত সেন
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)