নিয়ন্ত্রণ হারিয়ে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর লরি উল্টে আহত হলেন দু’জন। রবিবার ধূপগুড়ির দেওমালি মোড়ের এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাঁস-মুরগির খাবার নিয়ে ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল লরিটি। দেওমালি মোড়ের কাছে এসে একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় সেটি। লরির চালক ও তাঁর সহযোগী আহত হন। ধূপগুড়ি থানার পুলিশ তাঁদের ধূপগুড়ি গ্রামীণ হাসাপাতালে পাঠায়। তবে আহতদের চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দূর থেকে টোটোটি নজরে আসেনি চালকের। কাছে এসে নজরে পড়ার পর পাশ কাটাতে গিয়েও পারেননি। সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। মরসুমের প্রথম কুয়াশাতেই দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ-প্রশাসনের।