ঘন কুয়ায়াশার কারণে শুক্রবার সকালে দুর্ঘটনার কবলে ৩টি গাড়ি। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক জনের। আহত ২ জন। ধূপগুড়ি শহর সংলগ্ন গিলান্ডি এলাকায় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সে সময়ই একটি ট্রলার পিছন থেকে এসে ধাক্কা মারে লরিতে। শুক্রবার সকাল পৌনে ৮টা নাগাদ ঘটেছে এই পথ দুর্ঘটনা।
ঘন কুয়াশায় সকাল থেকেই ঢেকেছিল জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং এশিয়ান হাইওয়ে। শীতের সকালে হঠাৎই বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। তাঁরা দেখতে পান এশিয়ান হাইওয়েতে পরপর ৩টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনাগ্রস্ত লরির ভেতরে আটকে বাঁচার জন্য আর্তনাদ করছেন চালকরা। ঘুম ভেঙে এই দৃশ্য দেখা মাত্রই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।
জানা গিয়েছে, একটি মালবাহী কন্টেনার ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল। আলিপুরদুয়ারের থেকে শিলিগুড়ির দিকে একটি তেলের ট্যাঙ্কার আসছিল। সেটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী কন্টেনারের। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘন কুয়াশার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।