Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ

সূত্রে খবর, সম্প্রতি জমি নিয়েই বিবাদের জেরে করণদিঘির খোয়াসপুর এলাকাতে মহম্মদ সাইদুল (৫৫) সহ তাঁর পরিবারের লোকেরা আহত হয়।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০৭:২০
Share: Save:

জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তি খুন হলেও অভিযুক্তরা গ্রেফতার না হওযায় রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বাসিন্দারা। বৃহস্পতিবার করণদিঘির খোয়াসপুর এলাকাতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এলাকায় খুব দ্রুতই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

সূত্রে খবর, সম্প্রতি জমি নিয়েই বিবাদের জেরে করণদিঘির খোয়াসপুর এলাকাতে মহম্মদ সাইদুল (৫৫) সহ তাঁর পরিবারের লোকেরা আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রায়গঞ্জে ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বৃহস্পতিবারও ওই ঘটনার মূল অভিযুক্তেরা গ্রেফতার না হওয়ায় এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। এ দিন এলাকার বাসিন্দারা ও পরিবারের লোকেরা খোয়াসপুর এলাকাতে কয়েক ঘন্টা বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে রাখেন।

এমনকী, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে করণদিঘি থানার আইসি গৌতম চক্রবর্তী সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। বাসিন্দাদের দাবি, ঘটনার পর আট দিন কেটে গেলেও পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি।

উত্তেজিত জনতাকে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে অবশ্য দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। যদিও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির বিষয়টি স্বীকার করেননি করণদিঘি থানার আইসি। তিনি বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’’

ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‘এ দিন দীর্ঘক্ষণ করণদিঘির বেঙ্গল টু বেঙ্গল রাস্তায় বসে পড়েছিল বাসিন্দারা। পরে আইসি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’’ তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrset গ্রেফতার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE