Advertisement
২০ এপ্রিল ২০২৪
Delhi Municipal election

দিল্লির ভোটে প্রার্থী কোচবিহারের সানোয়ার

সানোয়ার জানান, তিনি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন, সেখানে প্রায় দেড় হাজার বাঙালি ভোটার রয়েছেন। মোট ভোটার সংখ্যা ৫৭ হাজারের বেশি।

সানোয়ার আলি। নিজস্ব চিত্র
নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ০৯:০১
Share: Save:

দিল্লি পুরনিগমের নির্বাচনে এ বার লড়বেন কোচবিহারের সানোয়ার আলি। এক সময়ে কাজের খোঁজে দিল্লি গিয়েছিলেন সানোয়ার। এখন তিনি সেখানে বসন্তকুঞ্জের স্থায়ী বাসিন্দা। ফরওয়ার্ড ব্লকের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৪ ডিসেম্বর নির্বাচন। সানোয়ার জানান, তাঁর বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি মনোনয়ন জমা দিয়েছে। তাঁর কথায়, ‘‘এই অঞ্চলে অনেক বাঙালি রয়েছেন। তাঁদের জন্য কাজ করতে চাই। তাই ভোটে দাঁড়িয়েছি।’’ ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার নেতা আব্দুর রউফের বাড়ির কাছেই সানোয়ারের বাড়ি। রউফ বলেন, ‘‘সানোয়ার আমাদের দলের প্রার্থী হয়েছেন। তিনি দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছেন। আমরা তাঁর হয়ে প্রচারে যাব।’’

রউফ জানান, দিল্লি পুরসভা নির্বাচনে বসন্তকুঞ্জ ১৫৬ নম্বর কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন সানোয়ার। তিনি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন কোচবিহারের নাজিরহাট এলাকার শালমারার বাসিন্দা। তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। সংসারে টানাটানি লেগেই থাকত। এই অবস্থার হাত থেকে রেহাই পেতে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখিয়ে দিল্লি যান সানোয়ার। সেখানে প্রথমে শ্রমিকের কাজ শুরু করেন। ধীরে ধীরে আর্থিক অবস্থার উন্নতি হয়। বর্তমানে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসায় জড়িত সানোয়ার। নিজের একটি গাড়ি রয়েছে তাঁর। ২০১৭-এ দিল্লিতে ভোটার তালিকায় নাম তোলেন সানোয়ার। এখন তিনি পুরোপুরি দিল্লির বাসিন্দা। সানোয়ারের কথায়, ‘‘বছরে এক বার মা-বাবার সঙ্গে দেখা করতে কোচবিহারে ফিরি। আর বাকি সময় দিল্লিতেই থাকি।’’

সানোয়ার জানান, তিনি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন, সেখানে প্রায় দেড় হাজার বাঙালি ভোটার রয়েছেন। মোট ভোটার সংখ্যা ৫৭ হাজারের বেশি। বললেন, ‘‘শুধু বাঙালি ভোটার নয়, আমি সকলের কাছেই যাব। আমি কী করতে চাই, কেন ভোটে দাঁড়িয়েছি, সব বলব। মানুষ আমাকে ভোট দেবেন বলেই আমার বিশ্বাস।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Municipal election Forward Bloc CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE