ঘটনার পাঁচ মাসের মধ্যেই তিন বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণের দায়ে সুনীল রাই নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। আসামীকে আশ্রয় দেওয়ায় প্রবাল প্রধান নামে আর এক যুবকের এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন বিচারক।
বুধবার দার্জিলিঙের অতিরিক্ত জেলা ও দায়রা (২) বিচারক শান্তনু মিশ্র ওই রায় দেন। চলতি বছরের ১৮ এপ্রিল কালিম্পং থানার তিস্তা এলাকার গফরবস্তিতে ঘটনাটি ঘটেছিল। এর পাশাপাশি সুনীলের ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ হয়েছে। এই মামলায় আর এক অভিযুক্ত শম্ভু সুব্বার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি বেকসুর খালাস হয়েছেন।
সরকারি আইনজীবী প্রণয় রাই বলেন, “সমতল এলাকার মত পাহাড়ে ফাস্ট ট্র্যাক আদালত নেই। তার পরেও অত্যন্ত দ্রুততার সঙ্গে মামলার নিষ্পত্তি করা হয়েছে।”