ঘড়িতে তখন রাত প্রায় ১০টা। চোখের সামনে রুপোলি পর্দার প্রিয় নায়ক ‘কিংগ খান’ পৌঁছতেই ভক্তদের উচ্ছ্বাসের বাঁধ ভাঙল। বৃহস্পতিবার তাঁর জন্মদিনের রাতে। মুম্বাইয়ের ‘মন্নত’ লাগোয়া বিলাসবহুল হোটেলের হলঘরে রাতে উচ্ছ্বাসের সাক্ষী থাকলেন কোচবিহারের চার শাহরুখ ভক্তও।
শাহরুখের জন্মদিনে এসআরকে ভক্তদের ফ্যান ক্লাব ‘দ্য কিংস ক্লাবের’ উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে সেখানে যোগ দেওয়ার সুযোগ পান ওই তরুণ-তরুণীরা। অনুষ্ঠানের ফেসবুক লাইভও করলেন ওই ভক্তরা।
অনুষ্ঠানের ফাঁকে মোবাইলে ওই ক্লাবের উত্তরবঙ্গ শাখার সম্পাদক সুমন ভট্টাচার্য বলেন, “দারুণ আনন্দ হচ্ছে। একটু আগেই বলিউড বাদশা অনুষ্ঠানে এসেছেন। সবটাই একটা স্বপ্ন মনে হচ্ছে।’’ তখনও তিনি শাহরুখের সঙ্গে কথা বলতে পারেননি। খুশি অমিত দে, শান্তনু দে ও অঙ্কিতা সরকারও। এ দিন দুপুরেই অঙ্কিতা বলছিলেন, ‘‘আগে কলকাতায় বলিউড বাদশাকে দেখার সুযোগ হয়েছিল। এ বার মুম্বাই এসেছি। প্রিয় নায়কের জন্মদিনের মতো বিশেষ দিন বলে কথা।’’
ভক্তদের থেকে কী উপহার পেলেন কিং খান? ফ্যান ক্লাবের সদস্যরা জানিয়েছেন, কোচবিহার ছাড়াও কলকাতার ক্লাব সদস্যরাও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সকলে মিলেই ৫২ তম জন্মদিনে প্রিয় নায়কের জন্য নিয়ে গিয়েছিলেন কলকাতার ৫২টি রসগোল্লা।
এ ছাড়াও রুপোর থালার স্মারক উপহার তালিকায় ছিল। উত্তরবঙ্গ শাখার তরফে শাহরুখের ছবি মুক্তি থেকে নানা অনুষ্ঠানের ছবির একটি অ্যালবাম তৈরি করা হয়। সেটিও দেওয়া হয়েছে। শাহরুখের জন্মদিন নিয়ে এ দিন গোটা দেশেই তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল।
সোস্যাল মিডিয়াতেও কিং খানকে শুভেচ্ছা জানাতে উৎসাহীদের পোস্টের বন্যা ছিল। কোচবিহারে আরও এক ধাপ এগিয়ে মোম, কেক নিয়ে ঘটা করে অনুষ্ঠানে মাতেন ভক্তদের অনেকে। দিনের শেষে অবশ্য সব কিছুকে ছাপিয়ে যায় মুম্বাইয়ে বার্থ ডে’র অনুষ্ঠানে প্রত্যন্ত জেলার ভক্তদের সঙ্গে নায়কের উপস্থিতি।
কোচবিহারের কয়েকজন এসআরকে ভক্ত তো বলেই দিচ্ছেন, ‘‘রইস মুক্তির দিনে ঢাকঢোল নিয়ে শোভাযাত্রা করে ছবি দেখতে গিয়েছিলেন। সেই ছবি ট্যুইটারে দেখে জবাব দিয়েছিলেন স্বয়ং কিং খান। লিখেছিলেন, ‘থ্যাঙ্ক ইউ কোচবিহার।’ আজ আমরাও বলছি, থ্যাঙ্ক ইউ এসআরকে স্যার।’’