Advertisement
০৫ মে ২০২৪
আজ ফাইনাল সূর্যনগর ফুটবল টুর্নামেন্টের

ফুটবলের সঙ্গী ঢাক, মাতোয়ারা শিলিগুড়ি

অপেক্ষা সামরিক ব্যান্ডে সুর ওঠার। অপেক্ষা পাঁচশো বেলুন আকাশে উড়তে শুরু করার। তার পরেই বাজবে ফাইনাল ম্যাচের কিক-অফের বাঁশি। মেতে উঠবেন শহরের ফুটবলপ্রেমীরা।

চলছে অনুষ্ঠানের মহড়া।—নিজস্ব চিত্র।

চলছে অনুষ্ঠানের মহড়া।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০২:১৭
Share: Save:

অপেক্ষা সামরিক ব্যান্ডে সুর ওঠার। অপেক্ষা পাঁচশো বেলুন আকাশে উড়তে শুরু করার। তার পরেই বাজবে ফাইনাল ম্যাচের কিক-অফের বাঁশি। মেতে উঠবেন শহরের ফুটবলপ্রেমীরা।

সপ্তাহখানেক ধরে শিলিগুড়ির সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের আয়োজনে চলা টুর্নামেন্টের ম্যাচগুলিতে মাঠের ভিড় দেখে আয়োজকদের দাবি, ফাইনালে ভিড়ের রেকর্ড হবে। তাই ফাইনাল ম্যাচের আয়োজনকে রঙিন এবং উপভোগ্য করতে দু’দিন ধরে প্রস্তুতি চালাচ্ছে আয়োজকরা।

আজ, রবিবার দুপুরে শিলিগুড়ির সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সূর্যনগরের মাঠে মুখোমুখি হচ্ছে মায়াদেবী ক্লাব এবং বিবেকানন্দ ক্লাব (ভিএনসি)। দুই ক্লাবের সমর্থকরা তো বটেই ফাইনাল ঘিরে তেতে উঠেছেন শিলিগুড়ির ফুটবল প্রেমীরাও।

ম্যাচকে আরও উপভোগ্য করতে খেলার শুরুতে বিএসএফ ব্যান্ডের মাঠ পরিক্রমা ও পাঁচশো বেলুন ওড়ানো রয়েছে। আয়োজকরা জানাছেন, বিরতিতে থাকবে বিভিন্ন রিয়েলিটি শো-খ্যাত এক শিল্পীর নৃত্যানুষ্ঠান। ফাইনাল ম্যাচের ধারাবিবরণী দেওয়ার ব্যবস্থাও করা হবে বলেও উদ্যোক্তাদের দাবি।

আয়োজক কমিটির সম্পাদক তথা কাউন্সিলর কৃষ্ণ পালের কথায়, ‘‘সব টুর্নামেন্টেই হার-জিত থাকে। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল শিলিগুড়ির খেলার মাঠে দর্শকদের ফিরিয়ে আনা। তাতে আমরা সফল।’’ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পরে আজ, রবিবার চূড়ান্ত পর্বের খেলাতেও ভিড় সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করেছেন তিনি।

আটটি দলকে নিয়ে এই আমন্ত্রণী টুর্নামেন্ট এ বছরই শুরু হয়েছে। দলগুলিকে উৎসাহ দিকে প্রতি ম্যাচে ফি দেওয়া, টুপি, টি-শার্ট বিলি করেছিল উদ্যোক্তারা। প্রতি ম্যাচেই দশ হাজার টাকা করে ফি দেওয়া হয়েছে যোগদানকারী দলগুলিকে। মায়াদেবী, বিবেকান্দ ক্লাব ছাড়াও রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্ঘ, দাদাভাই স্পোর্টিং ক্লাব, কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব, বাঘাযতীন ফুটবল ক্লাব, নর্থ বেঙ্গল আর্মড পুলিশ, নবাঙ্কুর সঙ্ঘের মতো জনপ্রিয় দলগুলি যোগ নিয়েছিল টুর্নামেন্টে। সিংহভাগ দলেই বিদেশি খেলোয়াড়রাও ছিলেন। উদ্যোক্তাদের দাবি, আগের ম্যাচগুলিতে গড়ে দশ হাজার করে দর্শক মাঠে ছিলেন।

এ দিনের ফাইনালে স্বনামধন্য ফুটবল কোচ সুভাষ ভৌমিকও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। শিলিগুড়ির অন্য ক্রীড়াবিদরাও মাঠে থাকবেন বলে দাবি। টুর্নামেন্টে সব পুরস্কারই দেওয়া হচ্ছে অর্থমূল্যে। টুর্নামেন্টের সেরা, প্রতি ম্যাচের সেরা, সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতাদের পুরস্কারও দেওয়া হবে এ দিনই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Celebration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE