অবৈধ নির্মাণ এখনও ভাঙা হয়নি। অথচ পর্যটনমন্ত্রীর নাম করে তাঁকে ধন্যবাদ দিয়ে ফ্লেক্স টাঙানো শুরু হয়েছে শহরে। অভিযোগ উঠেছে, ওই ফ্লেক্সে ‘নাগরিকবৃন্দের’ কথা বলা হলেও সেগুলি টাঙাচ্ছেন আসলে মন্ত্রীর লোকেরাই। এই নিয়ে শুক্রবার মন্ত্রীকে কটাক্ষ করে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, এ ভাবে হারানো জমি পুনরুদ্ধার করা যায় না। তাঁর দাবি, বিধান মার্কেটে অবৈধ নির্মাণ নিয়ে নান্টু পাল-পর্যটন মন্ত্রীর তরজা প্রকাশ্যেই চলছে। এখন সেটা দলের আভ্যন্তরীণ বিষয় বলতে পারেন না মন্ত্রী। অবৈধ নির্মাণ করে কিছু লোক কোটি কোটি টাকা লুটছে বলে তিনি প্রকাশ্যে জানিয়েছেন। তাই সব কিছু তাঁর মানুষের সামনেই জানানো উচিত।
যদিও মেয়রের বক্তব্য নিয়ে কিছু বলতে চাননি মন্ত্রী। তিনি বলেন, ‘‘যা বলার বিরোধী দলনেতা বলবেন। কেন না মেয়রের ‘লেভেল’ অনুযায়ী বিরোধী দলনেতা সেটা নিয়ে বলবেন। নান্টুর বিষয়টি দলেই আলোচনা হবে।’’ অবৈধ নির্মাণ ভেঙে এসজেডিএ-র তরফে দোকান তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস দুয়েকের মধ্যে সেই কাজ হবে বলে মন্ত্রী জানিয়েওছেন। কিন্তু তা আদতে কবে হবে, তা নিয়ে অনেকেই সংশয়ে। কেন না, দোকানগুলো স্থায়ীভাবে তৈরি করে কারবার সাজাতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
মেয়র বলেন, ‘‘আসল কাজ হল না। আর নাগরিকবৃন্দের নামে তাঁদের লোকজন ফ্লেক্স টাঙাচ্ছেন। এ ভাবে হারানো জমি উদ্ধার করতে পারবেন না মন্ত্রী।’’ বিরোধী দলনেতা রঞ্জন সরকারের কথায়, মেয়র কী বললেন কিছু এসে যায় না। তিনি নিজে কিছু করতে পারেননি।