Advertisement
০৩ মে ২০২৪

রটনা, ঘটনায় দিনভর তপ্ত কালিম্পং

ভোটের আগের দিন অভিযোগের বন্যা বইল কালিম্পঙে।নানা রটনা নিয়ে চলল আলোচনাও। কখনও শোনা যাচ্ছে, কেউ নাকি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। কোথাও বা শোনা গেল, দুই দলের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছে।

পরামর্শ: ভোটের আলোচনায় হরকাবাহাদুর। ছবি: সন্দীপ পাল

পরামর্শ: ভোটের আলোচনায় হরকাবাহাদুর। ছবি: সন্দীপ পাল

সৌমিত্র কুণ্ডু
কালিম্পং শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০৪:৪১
Share: Save:

ভোটের আগের দিন অভিযোগের বন্যা বইল কালিম্পঙে।

নানা রটনা নিয়ে চলল আলোচনাও। কখনও শোনা যাচ্ছে, কেউ নাকি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। কোথাও বা শোনা গেল, দুই দলের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছে। তার জেরে থানা-পুলিশও করতে হল হরকাবাহাদুর ছেত্রীকে। কালিম্পঙের প্রাক্তন বিধায়ক তথা জন আন্দোলন পার্টির সভাপতি বললেন, ‘‘মিথ্যে রটনা দিয়ে মানুষকে প্রতারিত করা যাবে না। একক ভাবে বোর্ড গড়ার জন্য মানুষের কাছে রায় চেয়েছি। মানুষের রায় মাথা পেতে নেব। তা বলে ভোট কেনাবেচার পথে কোনওদিন হাঁটব না।’’

জাপের অভিযোগ, ভোটের মুখে মোর্চার একাংশ নানা কিছু রটাচ্ছে। তা যে সত্য নয়, জাপের কর্মীদের তা ছড়িয়ে দিতে তৎপর হলেন। কালিম্পং থানার আইসিকেও ফোনে অভিযোগ জানিয়েছেন হরকা। মোর্চার কালিম্পং জেলার সভাপতি রামবাহাদুর ভুজেল বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। যে দল হারবে তাদের সঙ্গে নিতে যাব কেন।’’

তবে শুধু মোর্চার বিরুদ্ধেই নয়, জাপের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেও। শনিবার রাতে থানায় অভিযোগ জানানো হয় সাত নম্বর ওয়ার্ডে বাড়ি বানানোর জন্য লোহার রড কিনতে ২ লক্ষ টাকার চেক তৃণমূলের তরফে এক বাসিন্দাকে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়েই সেখানে ছোটে এমসিসি দল।

কালিম্পং থানার ওসি ভানু রাই বলেন, ‘‘সমস্ত অভিযোগ পেয়েছি। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE