Advertisement
১১ মে ২০২৪
Death

Turtle Death: মরে ভাসছে কচ্ছপ, কোচবিহারে সাগরদিঘির জলে সার দেওয়াতেই কি মৃত্যু? উঠছে প্রশ্ন

কোচবিহারের সাগরদিঘির পাড়ে প্রাতর্ভ্রমণ করতে গিয়ে কয়েকটি কচ্ছপের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

সাগরদিঘি থেকে উদ্ধার করা কচ্ছপের দেহ।

সাগরদিঘি থেকে উদ্ধার করা কচ্ছপের দেহ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৭:৪৭
Share: Save:

বেশ কয়েকটি কচ্ছপের মৃত্যু হল কোচবিহারের সাগরদিঘিতে। বুধবার সকালে সাগরদিঘির জলে বেশ কয়েকটি কচ্ছপ মরে ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।
বুধবার সকালে কোচবিহারের সাগরদিঘির পাড়ে প্রাতর্ভ্রমণে যান স্থানীয় কয়েক জন। সেই সময় তাঁরা কয়েকটি কচ্ছপের দেহ ভেসে থাকতে দেখেন। তাঁদের অনুমান, ১০-১২টি কচ্ছপের মৃত্যু ঘটেছে। স্থানীয় বাসিন্দা থেকে পরিবেশপ্রেমীরা সকলেই এই ঘটনায় উদ্বেগে। স্থানীয় বাসিন্দা শ্রীহরি দত্তর কথায়, ‘‘সকালে এসে দেখি কচ্ছপ মরে ভাসছে। সাগরদিঘিতে দু’দিন আগে গোবর সার দেওয়া হয়েছিল। সাগরদিঘি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। এই সাগরদিঘিকে বাঁচাতে হবে। যাঁরা দোষী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে প্রশাসনের উদাসীনতা রয়েছে।’’

ফণীভূষণ দাস নামে অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘দূষণের জেরেই হয়তো এই ঘটনা ঘটেছে। শুনলাম এখানে গোবর সার দেওয়া হয়েছে। তার জেরেও এই ঘটনা ঘটতে পারে। এ ছাড়া অন্য কারণেও মৃত্যু ঘটতে পারে।’’

কোচবিহারের ডিএফও সঞ্জিত সাহা জানিয়েছেন, মৃত কচ্ছপগুলির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোচবিহারের বাণেশ্বরে মন্দিরের পার্শ্বস্থ পুকুরে থাকা কচ্ছপ রক্ষার জন্য যে মোহন (কচ্ছপ) রক্ষা কমিটি তার সভাপতি পরিমল বর্মণ বলেন, ‘‘প্রশাসনিক উদাসীনতার কারণেই কোচবিহারের সাগরদিঘিতে এই ঘটনা ঘটেছে। কারণ যে প্রাকৃতিক পরিবেশে মোহন বা কচ্ছপ থাকে তা নষ্ট হয়ে যাচ্ছে। যার জেরে কচ্ছপের মৃত্যু ঘটছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Turtle Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE