রাজ্যে বন্যা, ধস, প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে বার বার চাওয়া হলেও আর্থিক সহায়তা করেনি কেন্দ্র—ফের এই অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সুবিধা বিলি করতে গিয়ে কেন্দ্রের সরকারের উদ্দেশে তাঁর তোপ, ‘‘উত্তরবঙ্গে এত বড় বিপর্যয় হল। কেউ এসেছে? কেউ এক পয়সাও দিয়েছে? কিছু দেয়নি।’’ পক্ষান্তরে, এ দিনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলার টাকা পঞ্চায়েত দফতরে পাঠানোর অভিযোগ তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী।
বিপর্যয় পরিস্থিতিতে উত্তরবঙ্গের জন্য ত্রাণ এবং আর্থিক সহায়তা না মেলা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের তরজা চলছে দীর্ঘ দিন। রবিবার দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠিতে দেওয়া তথ্য অনুসারে, ‘স্টেট ডিজ়াস্টার রিলিফ ফান্ড’ (এসডিআরএফ)-এ কেন্দ্রের অংশ ৩,৯৭৮ কোটি টাকা এবং ‘ন্যাশনাল ডিজ়াস্টার রিলিফ ফান্ড’ (এনডিআরএফ)-এ অতিরিক্ত ৪৩৪.৯০ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। অথচ, উত্তরবঙ্গে পাহাড়, তরাই এবং ডুয়ার্সে প্রাকৃতিক বিপর্যয়ের পরে, ওই তহবিল থেকে সাহায্য করা হয়নি। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘নেতাদের বড়-বড় কথা। শুধু মিথ্যে কথা। মিথ্যে তথ্য। এর সঙ্গে কেন্দ্র সরকার সম্পূর্ণ জড়িত।’’ তাঁর সংযোজন, ‘‘নির্বাচন এলে এই চালাকি বেশি করে করে। অথচ, জিএসটি থেকে টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে!’’
যদিও বিজেপির রাজ্য দফতর থেকে শুভেন্দু বলেন, “বিপর্যয় মোকাবিলার ১,৩৪৭ কোটি টাকার তহবিল পঞ্চায়েত দফতরে পাঠানো হয়েছে। সে টাকা বন্যাপীড়িত এলাকায় পুনর্বাসনের জন্য ব্যবহার করার কথা। তা না করে, সে টাকা বেআইনি ভাবে ‘বাংলার বাড়ি’ কর্মসূচিতে বিতরণ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও রাজ্যপালকে বিষয়টি জানাব।’’ জুড়ে দেন, ‘‘পাঁচ বছরে বিপর্যয় মোকাবিলার তহবিলে রাজ্যকে কেন্দ্র ৪,৪৭০ কোটি টাকা দিয়েছে। সিএজি-অডিট করানো হোক।’’ সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যকে দেওয়া কেন্দ্রের টাকার কী হল, তা দেখার আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)