Advertisement
১১ মে ২০২৪
China

হানকে নিয়ে এ বার তদন্ত করবে এসটিএফ, চিনা নাগরিককে আনা হচ্ছে কলকাতায়

নের ল্যাপটপ এবং আইফোনে ম্যান্ডারিন ভাষায় পাসওয়ার্ড দেওয়া। ম্যান্ডারিন জানেন এমন কারও সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে।

চিনা নাগরিক হান চুনওয়েই।

চিনা নাগরিক হান চুনওয়েই। — ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৮:০৪
Share: Save:

মালদহের মিরিক সুলতানপুরে চিনা নাগরিক গ্রেফতারের ঘটনায় এ বার তদন্ত চালাবে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদহ জেলা পুলিশের হাত থেকে ওই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এসটিএফের হাতে। এর ফলে জেলা পুলিশে চিনা নাগরিক হান চুনওয়েই সম্পর্কিত যাবতীয় নথিপত্রও এসটিএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

এ পর্যন্ত তদন্তে দেখা গিয়েছে, হানের ল্যাপটপ এবং আইফোনে ম্যান্ডারিন ভাষায় পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তাই ম্যান্ডারিন জানেন এমন কোনও ব্যক্তির সাহায্য নেওয়ার কথাও ভাবা হচ্ছে এ ক্ষেত্রে। তদন্তভার এসটিএফের হাতে তুলে দেওয়ার আরও কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, কলকাতায় হানকে নিয়ে এলে তদন্তের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। কারণ তদন্তের প্রতিটি ধাপেই বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারবে এসটিএফ। দ্বিতীয়ত, উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-ও ওই চিনা নাগরিককে খুঁজছে। সে ক্ষেত্রে হানকে অন্য রাজ্যেও নিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

সোমবারই হানকে নিয়ে মালদহের মিরিক সুলতানপুর সীমান্তে যান মালদহ পুলিশের আধিকারিকরা। সেখানে গিয়ে তাঁরা হানের ভারতে অনুপ্রবেশের ঘটনার পুনর্নির্মাণ করেন। তদন্তকারীদের ধারণা, হান চিনা চর। কারণ, জেরায় তাঁর কথায় বহু অসঙ্গতি পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার এবং আর্থিক প্রতারণার মামলা রয়েছে। ওই মামলায় ইতিমধ্যেই হানের ব্যবসায়িক অংশিদার সান জিয়াং এবং আরও ১৮ জন পুলিশের জালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India China arrest STF Maldah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE