Advertisement
২০ মে ২০২৪

দিনের ডায়েরি

বন্‌ধ ডেকেছিলেন বামেরা। কিন্তু, ভূমিকম্পের জন্য সোমবার ভোরেই রাস্তায় নামতে হল জনতাকে। তবু দিনভর পাহাড়-সমতলের জনজীবন স্বাভাবিক। বন্‌ধ ডেকেছিলেন বামেরা। কিন্তু, ভূমিকম্পের জন্য সোমবার ভোরেই রাস্তায় নামতে হল জনতাকে। তবু দিনভর পাহাড়-সমতলের জনজীবন স্বাভাবিক।

ভরসা সরকারি বাসই। বন্‌ধের দিন বালুরঘাটে। - অমিত মোহান্ত

ভরসা সরকারি বাসই। বন্‌ধের দিন বালুরঘাটে। - অমিত মোহান্ত

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০১:৪৭
Share: Save:

ভোর ৫টা: ভূমিকম্পে রাস্তায় নামলেন দার্জিলিং পাহাড় ও সমতল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ।

সাড়ে ৫টা: মালদহের মকদমপুর বাজার খুলতে শুরু করল। দিনভর বাজার স্বাভাবিক।

সাড়ে ৬টা: রায়গঞ্জের পুরসভার বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বাসের চলাচল শুরু হল।

৭টা: সাইরেন বাজিয়ে কাজ শুরু হল ডুয়ার্সের চা বাগানে।

সাড়ে ৭টা: শিলিগুড়ি নিয়ন্তরিত বাজারে কেনা-বেচা শুরু। রাস্তায় স্কুলবাসও স্বাভাবিক।

৮টা: শিলিগুড়ির পুলিশ সুপার চেলিং সিমিক লেপচার নেতৃত্বে পুলিশ বাহিনীর হিলকার্ট রোডে টহলদারি। দোকানবাজার খুলতে শুরু করল।

সাড়ে ৮টা: শিলিগুড়ির রাস্তায় স্কুলবাস চলাচল করতে শুরু করল। আলিপুরদুয়ারে অটো চেপে বন্্ধের বিরোধিতায় শহরে পরিক্রমা জেলা তৃণমূল সভাপতি তথা এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর। দোকান খোলা রাখা ব্যবসায়ীদের গোলাপ ফুল উপহার সৌরভের, ফুল পেলেন অটো চালকেরাও।

৯টা: শিলিগুড়ির হিলকার্ট রোডের পার্টি অফিসের সামনে বামেদের জমায়েত। নেতৃত্বে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য।

৯টা ১৫: কোচবিহারের তুফানগঞ্জে এক সিপিএম সমর্থককে মারধরের অভিযোগ।

সাড়ে ৯টা: রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে কসবা পর্যন্ত এলাকার বাজার-দোকান এক এক করে খুলতে শুরু করল।

১০টা: হিলকার্ট রোড, সেবক রোড বিধান রোড সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকার দোকান খুলল।

১০টা ৫মিনিট: কোচবিহারের সাগরদিঘির চত্বরে বনধের বিরোধিতায় তৃণমূল সমর্থকদের বাইক মিছিল। অধিকাংশ সমর্থকদের মাথায় হেলমেট নেই বলে অভিযোগ।

১০টা ১৫: বালুরঘাটে বনধের সমর্থনে সিপিএমের মিছিল। সিপিএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের নেতৃত্বে মিছিল। কিছুটা এগোতেই কাছারি রোডে মিছিল আটকে দেয় পুলিশ।

সাড়ে ১০টা: পরীক্ষা বাতিলের ঘোষণা জলপাইগুড়ি উচ্চতর হাইস্কুল কর্তৃপক্ষের। পরে স্কুলে তৃণমূলের বিক্ষোভ প্রধান শিক্ষককে ঘিরে। বিক্ষোভের পরে ছাত্রদের একাংশ ক্লাসঘরে ভাঙচুর। প্রধানশিক্ষককে স্কুল থেকে বের করে দিল তৃণমূল সমর্থকরা।

সাড়ে ১১টা: হিলকার্ট রোডে বামেদের মিছিল। সিপিএম সহ নকশালপন্থীরাও মিছিলে সামিল। হাসমি চকে মিছিল শেষে সংক্ষিপ্ত জমায়েত।

দুপুর ১২টা: জলপাইগুড়ির মার্চেন্ট রোডে বনধের সমর্থনে পিকেটিং শুরু করে বামেরা। সিপিএমেরর জেলা সম্পাদক সলিল আচার্য সহ অন্তত ২২ জন ধৃত।

সাড়ে ১২টা: সুনসান বালুরঘাটের নিউ মার্কেট এলাকা। বাজার এলাকার সব দোকানই বন্ধ।

১টা: শিলিগুড়ি-কোচবিহারের অধিকাংশ সরকারি বেসরকারি স্কুল-কলেজে চলছে স্বাভাবিক পঠনপাঠন।

১টা ৩০: মালদহের রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের। তবে সরকারি বাস চলছে।

দুপুর ২টা: স্বাভাবিক কেনা-বেচা চলছে দার্জিলিঙের ম্যাল-চৌরাস্তায়।

বিকেল ৩টে: পর্যটন মন্ত্রী গৌতম দেব সাংবাদিক বৈঠকে বনধ প্রত্যাখান করায় উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ জানালেন।

বিকেল সাড়ে ৩টে: দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারের নেতৃত্বে নোট বাতিলের প্রতিবাদে মিছিল শিলিগুড়ির হিলকার্ট রোডে।

বিকেল ৪টে: শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, রায়গঞ্জে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক।

সন্ধ্যা ৫টা: শিলিগুড়িতে উত্তরবঙ্গ বইমেলায় ভিড়। সন্ধেবেলায় জনজীবন প্রায় পুরোই স্বাভাবিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

strike earthquake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE