Advertisement
E-Paper

গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সতর্কতা সুব্রতর

উপনির্বাচনে যাতে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ছাপ না পড়ে, সে ব্যাপারে দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০২:১৬

উপনির্বাচনে যাতে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ছাপ না পড়ে, সে ব্যাপারে দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৃহস্পতিবার কোচবিহার লোকসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে শহরের রবীন্দ্রভবনে কর্মিসভা করে তৃণমূল। দল সূত্রের খবর, এ দিনের কর্মিসভাতেই ওই বার্তা দিয়েছেন সুব্রতবাবু। দলের কর্মীদের ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এগোনোর পরামর্শ দেন তিনি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে সবার সমবেত চেষ্টায় কোচবিহার কেন্দ্রের প্রার্থীকে বড় ব্যবধানে জেতানোর ডাক দেন। এই পরিস্থিতিতে দলে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কর্মিসভায় তিনি বলেন, ‘‘যখন বড় কোনও কর্মসূচি হয়, তখন কেউ বিশৃঙ্খলা করলে পিছিয়ে পড়বে। তাকিয়ে দেখার লোক থাকবে না। রাজনৈতিক লড়াইয়ে সমবেত লড়াইয়ের মধ্য দিয়ে এগোতে হবে। যারা দিশেহারা, ঐক্যবদ্ধ নয় তাদের মানুষ বিদেয় করেছে।’’ তৃণমূলে কেউ বঞ্চিত হবেন না বলেও আশ্বস্ত করেন সুব্রতবাবু।

তৃণমূল সূত্রের খবর, কর্মিসভায় এ বারের উপনির্বাচনে বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ হিসাবে ধরে নিয়ে এগোনোর ইঙ্গিত দেওয়া হয়। সভায় বক্তব্য রাখার সময়েও সুব্রতবাবু বিজেপির কড়া সমালোচনা করেন। সভার পরে সুব্রতবাবু বলেন, “বিজেপির ভূমিকা যা কেন্দ্রে দেখেছি, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িকতার বীজ উস্কে দিয়ে বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা করছে।” গত লোকসভা ভোটে বিজেপির সঙ্গে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (অনন্ত রায় গোষ্ঠী) সখ্য নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি তিনি। গ্রেটারের অন্য সংগঠনের নেতা বংশীবদন বর্মনের তৃণমূলে যোগদানের নতুন সমীকরণ সম্ভাবনা প্রসঙ্গেও মন্তব্য করতে চাননি তিনি।

Subrata bakshi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy