Advertisement
E-Paper

যোগে পাশাপাশি অহলুওয়ালিয়া ও জিটিএ প্রধান

পাশাপাশি দাঁড়িয়ে যোগ করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্রসিংহ অহলুওয়ালিয়া এবং জিটিএ-র চিফ বিমল গুরুঙ্গ। রবিবার সকাল সাতটা নাগাদ দার্জিলিঙের ভানু ভবনে জিটিএ-র যোগ শিবিরে অহলুওয়ালিয়া যোগ দেন। ঘণ্টা খানেক ধরে এ দিন যোগ শিবির চলেছে ভানু ভবনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:৩৪

পাশাপাশি দাঁড়িয়ে যোগ করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্রসিংহ অহলুওয়ালিয়া এবং জিটিএ-র চিফ বিমল গুরুঙ্গ। রবিবার সকাল সাতটা নাগাদ দার্জিলিঙের ভানু ভবনে জিটিএ-র যোগ শিবিরে অহলুওয়ালিয়া যোগ দেন। ঘণ্টা খানেক ধরে এ দিন যোগ শিবির চলেছে ভানু ভবনে।

সম্প্রতি মদন তামাঙ্গ হত্যা মামলায় বিমল গুরুঙ্গ সহ তাবড় মোর্চা নেতাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করেছে। এই ঘটনার পরে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে এলে গুরুঙ্গরা রিচমন্ড হিলে গিয়ে বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে গুরুঙ্গ মন্তব্য করেছিলেন, ‘‘খুব ভাল বৈঠক হয়েছে। দুঃখের দিন আর নেই।’’

মমতা শুক্রবার পাহাড় থেকে নেমে আসেন, সে দিন রাতেই বিজেপি সাংসদ দার্জিলিঙে পৌঁছন। মদন তামাঙ্গ কাণ্ডে চার্জশিট পেশের পরে এ দিন-ই বিজেপি সাংসদ আহলুওয়ালিয়া এবং বিমল গুরুঙ্গ দু’জনকে প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেল। এ দিন অবশ্য রাজনীতির কোনও আলোচনার অবকাশও ছিল না।

তবে অনুষ্ঠানের পরে গুরুঙ্গ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি চিকিৎসার কারণে দিল্লি যাবেন। গুরুঙ্গ বলেন, ‘‘সারা দেশে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দার্জিলিং-এও সে অনুষ্ঠানের আয়োজন করেছে জিটিএ।’’ সাংসদ অহলুওয়ালিয়া জানান, প্রথমে চৌরাস্তায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে ভানু ভবনে অনুষ্ঠান সরিয়ে আনা হয়। এ দিন দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত দিল্লির যোগ অনুষ্ঠান দেখে ভানু ভবনেও অহলুওয়ালিয়া-গুরুঙ্গরা যোগ করেছেন।

অন্য দিকে, সেনা ছাউনি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের সাত জেলাতেই যোগ দিবসের অনুষ্ঠান হল। ডুয়ার্সের বাগরাকোট সেনা ছাউনিতে রবিবার ভোর থেকেই যোগ শিবির শুরু হয়। সেনা আধিকারিকদের সঙ্গে জওয়ানরাও এক সঙ্গে যোগ চর্চা করেন। মালবাজার শহরেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অ্যাবলুম ট্যালেন্টেড অর্গানাইজেশন ক্লাবের সামনে যোগের আসর বসে। এ দিন সকাল ৭টা থেকে ৭টা ৩৫ মিনিট পর্যন্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারতীয় সেনা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের এনসিসি ইউনিটের যৌথ উদ্যোগে যোগ দিবসের অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিল চাঁচল ও কালিয়াগঞ্জ কলেজের এনসিসি বাহিনী ও রায়গঞ্জের বিভিন্ন হাইস্কুলের পড়ুয়ারাও। সেখানে সেনাবাহিনী ও এনসিসি-র সদস্যরা যোগাসন প্রদর্শন ও পড়ুয়াদের যোগাসন শেখান। রায়গঞ্জের স্টেডিয়াম মাঠেও শহরের বিভিন্ন হাইস্কুলের পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যোগাসন প্রদর্শনের আয়োজন করা হয়।

শিলিগুড়িতে, উত্তরবঙ্গ আদর্শ যোগা অ্যাকাডেমির ছাত্রীরা মঞ্চে যোগ অনুশীলন দেখিয়েছেন। এ দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে সকাল সাড়ে ৮ টা থেকে যোগ কর্মসূচির আয়োজন করা হয়েছিল যুব কল্যাণ বিভাগের তরফে। অন্তত ২০০ জন এই শিবিরে যোগ নেন। যোগা অ্যাকাডেমির শিক্ষক শিব হাজরার নেতৃত্বে অ্যাকাডেমির ছাত্রীরা মঞ্চে যোগ নিদ্রাসনের মতো বিভিন্ন আসন করে দেখান। তার আগে এনসিসি’র উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে যোগ-এর কর্মসূচিতে অংশ নেন কয়েকশো ছেলেমেয়ে। যোগ দিবস পালন হয়েছে ইসলামপুরেও। রবিবার ভোরে ইসলামপুর হাইস্কুলে ও সকালে ইসলামপুরের বাসস্ট্যান্ডে যোগ দিবস পালন করা হয়। দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কংগ্রেসের কানাইয়ালাল অগ্রবাল।

জলপাইগুড়িতে যোগে অংশ নিল এনসিসি সদস্যরা। রবিবার সকালে জেলার সমস্ত স্কুল এবং কলেজের ৮৩০ জন সদস্য যোগ প্রদর্শনীতে অংশ নেয়। সেনা বাহিনীর ৬১ নম্বর বেঙ্গল ব্যাটেলিয়নের এনসিসির উদ্যোগে এই যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের মাঠে উত্তরবঙ্গ বিদ্যাভারতীর পক্ষ থেকে যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হলদিবাড়ি পুরসভার প্রান্তিক অতিথি নিবাসের অডিটোরিয়ামে যোগ শিবির হয়েছে। শিলিগুড়িতে বিএসএফ এবং এসএসবি ছাউনিতেও যোগ শিবির হয়েছে।

Surendrajeet Singh Ahluwalia Bimal Gurung GTA chief Jalpaiguri Siliguri NCC International yoga divas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy