Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার হদিস করতে নজরদারি শিলিগুড়িতে

কালো টাকা ধরতে রাতারাতি বাতিল করা হয়েছে নোট। এ বার কার অ্যাকাউন্টে জমা পড়ল মোটা অঙ্কের টাকা, তার হদিস করতে শুরু হল নজরদারি। এর জন্য বিশেষ দল পৌঁছল শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০২:৩৭
Share: Save:

কালো টাকা ধরতে রাতারাতি বাতিল করা হয়েছে নোট। এ বার কার অ্যাকাউন্টে জমা পড়ল মোটা অঙ্কের টাকা, তার হদিস করতে শুরু হল নজরদারি। এর জন্য বিশেষ দল পৌঁছল শিলিগুড়িতে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচটি উড়ানে বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন অন্তত ১১ জন নজরদার। এরা সকলেই কেন্দ্রীয় অডিট ব্যুরো এবং ভিজিলেন্স কমিশনের সদস্য। কেউ এসেছেন দিল্লি থেকে, কেউ বা কলকাতা থেকে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লেনদেনে পরীক্ষা চালাবে এই দলটি।

বাণিজ্যিক ব্যাঙ্কের বিভিন্ন শাখার প্রধানদের সঙ্গেও দলের সদস্যরা আলোচনা করবেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলার সঙ্গে সঙ্গে পুরোনো ৫০০ এবং ১ হাজার টাকার নোট বদল এবং জমা শুরু হয়েছে দেশ জুড়ে। নানা ভাবে কালো টাকা সাদা করার প্রবণতাও শুরু হবে বলে ধরে রেখেছেন ব্যাঙ্ক কর্তারা। সেই লেনদেনেই নজর রাখতেই এই বিশেষজ্ঞ দল এসেছে বলে দাবি। জানা গিয়েছে, দেশের পাঁচশো শহরে এ দিন থেকে নজরদারি শুরু হয়েছে। তাতে উত্তরবঙ্গের শিলিগুড়িও রয়েছে। আগামী সপ্তাহে আরও পাঁচশো শহরে নজরদারি শুরু হবে বলে জানা গিয়েছে। শিলিগুড়িতে আসা নজরদারি দলে দু’জন আইআরএস (ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস) পদমর্যাদার অফিসার রয়েছে। আজ, শুক্রবার আরও কয়েকজনের পৌঁছনোর কথা বলে জানা গিয়েছে। এ দিন তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে বাগডোগরা বিমানবন্দরে গাড়ি পাঠানো হয় অফিসারদের আনতে।

কী কাজ করবেন নজরদার দলের সদস্যরা?

নোট বদল এবং জমার ভিড় সামলাতে সরকারি-বেসরকারি সব ব্যাঙ্কের শাখাতেই এখন ব্যস্ততা তুঙ্গে। কর্মীদের অধিকাংশই ব্যস্ত। সব লেনদেন খুঁটিয়ে পরীক্ষা করা সম্ভব নয়। নজরদার দলের সদস্যরা ব্যাঙ্কের সার্ভারে নজর রাখবেন। ব্যাঙ্ক কর্তাদের দাবি, যাদের কাছে প্রচুর কালো টাকা মজুত রয়েছে, তারা কখনোই নিজেদের অ্যাকাউন্টে টাকা জমা রাখবেন না।

পরিচিত কারও অ্যাকাউন্টে কিছু করে টাকা রাখতে পারেন। সে ক্ষেত্রে ধরা পড়ার আশঙ্কা কম। এই লেনদেনই নজরদারি চালানো হবে। এক একটি অ্যাকাউন্টে কত লেনদেন হয় তার রেকর্ড ব্যাঙ্কের কাছে রয়েছে। যদি দেখা যায় কোনও ব্যক্তি যার অ্যাকাউন্টে হঠাৎ করে মোটা টাকা জমা পড়েছে, তবে সে ক্ষেত্রে ‘অডিট’ হবে। প্রয়োজনে ওই ব্যক্তিকে ডেকেও পাঠানো হবে বলে খবর।

কী করবেন নজরদাররা?

নজরদারেরা ব্যাঙ্কের সার্ভারের দিকে খেয়াল রাখবেন। কোন অ্যাকাউন্টে কত টাকা পড়ছে, তা তাঁদের নজরে থাকবে। কোনও অ্যাকাউন্টে হঠাৎ করে বেশি টাকা পড়লে, তা খতিয়ে দেখা হবে,

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Survillience black money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE