Advertisement
E-Paper

স্কুলের নিরাপত্তা নিয়ে অসন্তোষ সূর্যের

ডুয়ার্সের নাগরাকাটার মিশনারি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে মনে করেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার ওই স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এর পরে সূর্যকান্তবাবু বলেন, “যারা হুমকি দিচ্ছে তাদের যে কোনও মূল্যে রুখতে হবে। স্কুলের নিরাপত্তাও আরও বাড়াতে হবে। কারণ, যে নিরাপত্তা এখন রয়েছে তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না সিস্টার, পড়ুয়ারা।”

সব্যসাচী ঘোষ

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৫ ০২:৪৯

ডুয়ার্সের নাগরাকাটার মিশনারি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে মনে করেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার ওই স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এর পরে সূর্যকান্তবাবু বলেন, “যারা হুমকি দিচ্ছে তাদের যে কোনও মূল্যে রুখতে হবে। স্কুলের নিরাপত্তাও আরও বাড়াতে হবে। কারণ, যে নিরাপত্তা এখন রয়েছে তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না সিস্টার, পড়ুয়ারা।”

এদিন বেলা দেড়টা নাগাদ নাগরাকাটা ব্লকের চাম্পাগুড়ি যান সূর্যবাবু। প্রথমে ওই স্কুল লাগোয়া চার্চের ফাদারদের সঙ্গে কথা বলেন তিনি। তার পর যান হুমকি চিঠি পাওয়া সেন্ট ক্যাপিটিনিওতে। সেখানে মাদার অ্যানেসের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন তিন বাম বিধায়ক পরেশ অধিকারী, মমতা রায় ও মনোজ ওঁরাও এবং জলপাইগুড়ির জেলা পরিষদের সভাধিপতি নূরজাহান বেগম। সূর্যকান্তবাবু, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও সাহায্যের প্রয়োজন হলে তা জানাতে অনুরোধ করেন। ফাদার তিনতিউস এক্কা সূর্যকান্তবাবুকে জানান, যে বা যারাই হুমকি দেওয়ার কাজ করেছে তাঁরা স্কুলের সেবা এবং শিক্ষাদানের কাজকে ভাল চোখে মেনে নিতে পারছে না।

সেন্ট ক্যাপিটিনিও লাগোয়া ছেলেদের স্কুল সেন্ট মেরিজের শিক্ষকরাও সূর্যকান্তবাবুর কাছে তাঁদের উদ্বেগের কথা জানান। শিক্ষক কৌস্তভ ভট্টাচার্য বলেন, “কেবল মাত্র লাঠিধারী পুলিশকেই স্কুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের দিয়ে প্রতিরোধ সম্ভব কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে।” পরে সূর্যকান্তবাবু বলেন, “রাণাঘাটের পরে সেন্ট ক্যাপিটিনিওর ঘটনা দুশ্চিন্তা বাড়িয়েছে। এ ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের ঐতিহ্যের পরিপন্থী। সবাইকে মিলে এককাট্টা হয়েই এ ধরনের হুমকিবাজদের রুখতে হবে।”

স্কুল চত্বরের বাইরে থাকা অভিভাবকরাও সূর্যকান্তবাবুকে দেখে এগিয়ে যান। কুর্তি চা বাগানের বাসিন্দা স্কুলের এক পড়ুয়ার অভিভাবক মীনা ওঁরাও, মাধো মুন্ডারা সূর্য বাবুকে প্রশ্ন করেন, “এই অবস্থায় মেয়েদের স্কুলে পাঠানো কী ঠিক হবে?” সূর্যকান্ত বাবু বলেন, “আপনারা ছাত্রীদের স্কুলে নিয়মিত পাঠান। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। হুমকিবাজের সাধ্য নেই আপনাদের ক্ষতি করার।”

চলতি মাসের ৩০ তারিখ ডুয়ার্সের আসছেন মুখ্যমন্ত্রী। তাঁরও সেন্ট ক্যাপিটিনিও স্কুলে ঘুরে যাওয়া দরকার বলে মনে করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “উনি এলে ভাল। সমস্যা বাড়বার আগেই তো আসা উচিত।”

উল্লেখ্য গত দুই সপ্তাহ ধরেই সেন্ট ক্যাপিটিনিও স্কুলে হুমকি চিঠি মিলছিল। স্কুলের ছাত্রী আবাস থেকে মেলা সেই হুমকি চিঠিতে রাণাঘাটের ধর্ষক পরিচয় দিয়ে স্কুল জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এর পর থেকেই স্কুলের ভেতরে পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনিক আধিকারিকেরও ঘন ঘন এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কিন্তু, এখনও হুমকি চিঠি কে বা কারা দিয়েছে তা পুলিশ খুঁজে বার করতে পারেনি বলে অভিভাবকদের অনেকেই আতঙ্কে ভুগছেন।

Doors Missionary school Suryakanta Misra Nagrakata school North Bengal news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy