Advertisement
০১ মে ২০২৪

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সূর্যর

সব কিছু দখল করলেও হজম করতে পারবেন তো — মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই প্রশ্নই তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ এ দিন জলপাইগুড়ি সিপিএমের একটি জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর প্রচুর খিদে৷ তাই শুধু খাই খাই করছেন৷

জলপাইগুড়িতে জনসভায় সূর্যকান্ত। — নিজস্ব চিত্র

জলপাইগুড়িতে জনসভায় সূর্যকান্ত। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৭
Share: Save:

সব কিছু দখল করলেও হজম করতে পারবেন তো — মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই প্রশ্নই তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷

এ দিন জলপাইগুড়ি সিপিএমের একটি জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর প্রচুর খিদে৷ তাই শুধু খাই খাই করছেন৷ বিধানসভা নির্বাচনে ২১১টি আসনে জিতেছেন৷ তার পরও তাঁর সব পঞ্চায়েত চাই, সব পুরসভা চাই, এমনকী পঞ্চায়েত ও পুরসভার সব মেম্বারদেরও চাই! কিন্তু তিনি এত সব হজম করতে পারবেন কি না সেটাই বুঝতে পারছি না৷”

এ প্রসঙ্গে নাম না করে কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান মিহির গোস্বামীর গোষ্ঠীর মধ্যে সংঘাতের উদাহরণ তোলেন তিনি৷ বলেন, “ওই মন্ত্রী ও নেতা একে অপরকে সহ্য করতে পারছেন না৷ ওই দুই গোষ্ঠীর লোকেরা গত পাঁচ বছর ধরে মারামারি করেছেন৷ এখনও মারামারি করছেন৷” এর পরই মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটাক্ষের সুরে তিনি বলেন, “আরে আপনার দলের ভেতরে যে সব মন্ত্রী, নেতা রয়েছেন তাঁদেরই আপনি সামলাতে পারছেন না৷ তার পর আবার যাদের কিনছেন, তাঁদের সামলাতে পারবেন তো?”

জলপাইগুড়িতে সম্প্রতি জেলা পরিষদ হাতছাড়া হয়েছে বামেদের। সভাধিপতি-সহ জেলা পরিষদের একঝাঁক সদস্য নাম লিখিয়েছেন তৃণমূলে৷ সেই ধাক্কা সামলাতে না সামলাতেই জলপাইগুড়ি জেলায় দখলে থাকা একমাত্র সদর পঞ্চায়েত সমিতিতেও বাম শিবিরে ভাঙন ধরিয়ে সংখ্যাগরিষ্ঠ হয় শাসকদল৷ মূলত পর পর দু’টি বড় বিপর্যয়ের পর কর্মীদের চাঙ্গা করতেই এ দিন সূর্যকান্ত মিশ্রকে এনে জলপাইগুড়িতে জনসভা করেছিল বলে সিপিএম সূত্রে খবর৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suryakanta mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE