Advertisement
০৫ মে ২০২৪

চোর অপবাদে মার, মিলল কিশোরের দেহ

চোর অপবাদে সালিশি সভায় ষোলো বছরের এক কিশোরকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ৷ শনিবার ভোরবেলায় ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। এই ঘটনায় চা়ঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির সরকার পাড়া এলাকায়৷ ওই কিশোরের পরিবারের দাবি, মিথ্যে অপবাদে আত্মঘাতী হয়েছে সে ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০২:৩০
Share: Save:

চোর অপবাদে সালিশি সভায় ষোলো বছরের এক কিশোরকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ৷ শনিবার ভোরবেলায় ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। এই ঘটনায় চা়ঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির সরকার পাড়া এলাকায়৷ ওই কিশোরের পরিবারের দাবি, মিথ্যে অপবাদে আত্মঘাতী হয়েছে সে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম সুমন রায় (১৬)৷ ঘটনায় অন্যতম এক অভিযুক্তের বড়ির পেছনে একটি লিচু গাছ থেকে এ দিন ভোরে তার দেহ মেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে ৷ স্থানীয় একটি দোকানে কাজ করত সুমন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সে। অভিযোগ, ওই রাতে এলাকার একটি বাড়ির সামনে সে দাঁড়িয়েছিল৷ তখনই চোর অপবাদ দিয়ে তাকে প্রথমবার মারধর করা হয়৷ ওই কিশোর বাবা শুধাংশু রায় বলেন “ওই ঘটনার পর শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দা পরিতোষ দাসের বাড়িতে বিষয়টি নিয়ে সালিশি বসে৷ সেখানেও আমার ছেলেকে মারধর করা হয়৷ বাড়ি ফিরে ছেলে সব জানায়৷ তারপরই বেড়িয়ে যায়৷ রাতভর তার আর খোঁজ পাইনি৷ এ দিন সকালে দেখি একটি গাছে তার দেহ ঝুলে রয়েছে৷”

শুধাংশুবাবুর অভিযোগ, চোর অপবাদে মারধর দেওয়ার জন্য তার ছেলে আত্মহত্যা করেছে। পরিতোষ দাস ছাড়াও এলাকার আরেক বাসিন্দা সঞ্চয়ন দত্তের বিরুদ্ধেও কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ চেষ্টা করেও পরিতোষবাবুর সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি৷ তবে তার মা রাধারানী দাস ও ভাই রামপ্রসাদ দাসের পাল্টা দাবি, তাদের বাড়িতে কোনও সালিশি সভাই বসেনি৷ তাঁদের কথায়, ‘‘মহালয়ার রাতে তাদের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল ৷ অনেক আত্মীয় এসেছিল ৷ আচমকা মারপিট হচ্ছে খবর পেয়ে কেউ কেউ সেখানে ছুটে গিয়েছিল৷ তখন সুমন তার কয়েকজন বন্ধুকে নিয়ে এসে তাদের এক আত্মীয়কে মারধর করে৷ রামপ্রসাদবাবুর কথায়, বিষয়টি মেটানোর জন্যই গতকাল তাদের বাড়ির সামনে সুমনের সঙ্গে কথা বলেছিলেন পরিতোষবাবু৷ মারধর করা হয়নি৷

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷’’ পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে অভিযোগ দায়েরের পর বিকালে এলাকায় যায় পুলিশ৷ তবে অভিযুক্তদের পাওয়া যায়নি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE