Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সুব্রতীর সাফল্যে খুশি বন্ধ বাগান

শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হল বন্ধ বাগানের কিশোরী সুব্রতী বরাইকের। সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতায় মেয়েদের হেভিওয়েটে চ্যাম্পিয়ন হল ডুয়ার্সের বন্ধ মধু বাগানের শ্রমিক কন্যা। গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ধনেখালিতে ওয়াইয়ামা কাপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধনেখালিতে অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন বন্ধ মধু বাগানের সুব্রতী বরাইক।—নিজস্ব চিত্র।

ধনেখালিতে অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন বন্ধ মধু বাগানের সুব্রতী বরাইক।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ফালাকাটা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ০২:৫৩
Share: Save:

শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হল বন্ধ বাগানের কিশোরী সুব্রতী বরাইকের। সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতায় মেয়েদের হেভিওয়েটে চ্যাম্পিয়ন হল ডুয়ার্সের বন্ধ মধু বাগানের শ্রমিক কন্যা।

গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ধনেখালিতে ওয়াইয়ামা কাপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় অংশ নিতে অর্থ জোগানোটাই বড় চিন্তা হয়ে দাড়ায় সুব্রতী ও তাঁর কোচ আপরা বোরার কাছে। তবে সংবাদমাধ্যমে সুব্রতীর অর্থকষ্টের খবর প্রকাশ হওয়ার পরে নাগরাকাটা লায়ন্স ক্লাব সাহায্যের হাত বাড়ায়।

বৃহস্পতিবার রাতে বাগানে ফেরে সে। পয়লা জানুয়ারিতে সুব্রতীর এই সাফল্যে আনন্দে মেতেছে তার পরিবার সহ গোটা চা বাগানের বাসিন্দারা। সুব্রতীর কথায়, ‘‘এই বার আমার লক্ষ্য এশিয়া কাপ। চ্যাম্পিয়ন হবার জন্য এত দিন প্র্যাকটিস করেছি। তবে সাফল্য যে মিলবে তা ভাবতে পারিনি।’’

ওই টুর্নামেন্টের সারা দেশ থেকে ৩৫০ প্রতিযোগী যোগ দেন। মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। হেভিওয়েটে সুব্রতী যোগ দেয়। ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের প্রতিযোগীদের হারিয়ে চূড়ান্ত পর্বে কলকাতার করিস্মা পালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সে। সুব্রতীর সাফল্যে খুশি তাঁর কোচ আপরা। তিনি বলেছেন, ‘‘আমি নিশ্চিত ছিলাম যে, ও ভাল কিছু করবে। সে জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাই। যাই হোক, এখন এশিয়া কাপের লক্ষ্যে আরও বেশি করে প্রশিক্ষণ দেওয়ানোর কাজটা করাবো।’’

বাগানের বাসিন্দারা জানিয়েছেন, একে তো বন্ধ বাগান। বহু মানুষ অপুষ্টির শিকার। কারও মন ভাল নেই। দেওয়ালিতে প্রদীপ জ্বলেনি ঘরে। সুব্রতীর সাফল্যে এখন বাগানে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। সুব্রতীর মা বাসন্তীর কথায়, ‘‘আমি নিশ্চিত ছিলাম মেয়েটা খালি হাতে ফিরবে না। ঘরে টাকা থাকলে কোনও সমস্যায় পড়তে হত না ওকে। আমার সঙ্গে অন্য বাগানে গিয়ে চা পাতা তুলে মেয়ে যে কী ভাবে ক্যারাটের জন্য সময় দিয়েছে তা আমরাই জানি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

subrati baraik karate championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE