পাহাড়ে শান্তি ফেরানোর দাবিতে জলপাইগুড়িতে মৌন মিছিল করল চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত জয়েন্ট ফোরাম৷ এ দিন জলপাইগুড়ি শহরের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গাতে থেকে মিছিল বের করে জয়েন্ট ফোরাম৷ জলপাইগুড়ি শহরে সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি৷
সিটুর জেলা সম্পাদক জিয়াউল আলম বলেন, ‘‘সরকারের ভুল পদক্ষেপের ফলেই পাহাড় আজ অশান্ত৷ আমরা চাই পাহাড়ে শান্তি ফিরুক৷ ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান হোক৷ পাশাপাশি চা শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টিরও দ্রুত সমাধান হোক৷ সেটাও এদিন আমরা দাবি তুলেছি৷’’
এ দিকে, আজ বুধবার আলিপুরদুয়ারে রাজ্য ভাগের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল রয়েছে। তার প্রস্তুতিও তুঙ্গে। তৃণমূলও আজ বুধবার ইন্ডোর স্টেডিয়াম থেকে আলিপুরদুয়ার চৌপথী পর্যন্ত মিছিল করবে বলে কথা রয়েছে। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, ‘‘২১ জুলাই উপলক্ষে বুধবার আমাদের ইন্ডোর স্টেডিয়াম থেকে মিছিল হবে। তাতে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে আওয়াজ উঠবে। বৃহস্পতিবার অরাজনৈতিক মিছিলের কথা শুনেছি।’’