যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আলপুরদুয়ারে পথে নামলেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষকেরা। সোমবার আলিপুরদুয়ার শহরে মিছিলের পাশাপাশি আলিপুরদুয়ার চৌপথিতে পথ অবরোধ ও পথসভাও করেন তাঁরা। চাকরি হারানো শিক্ষকদের এই কর্মসূচিতে সাধরণ শিক্ষক, পড়ুয়া, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বাম-বিজেপি ও কংগ্রেসের নেতা ও শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের দেখা গেলেও তৃণমূলের শিক্ষক সংগঠনের পরিচিত মুখ দেখা যায়নি বলে অভিযোগ। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি সব রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাই যোগ দেন।
এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে প্রায় ২৬হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে কত জন শিক্ষক রয়েছেন, তা নিয়ে জেলা শিক্ষা দফতর থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, এ জেলায় চাকরি হারানো শিক্ষকদের সংখ্যা প্রায় তিনশো জনের মতো। এই অবস্থায় ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ’ এ দিন আলিপুরদুয়ারে আন্দোলনের ডাক দেয়। শহরের কলেজ হল্ট থেকে এ দিন মিছিলটি বের হয়। বক্সা-ফিডার রোড ধরে আলিপুরদুয়ার চৌপথিতে যা শেষ হয়। সেখানে প্রায় আধ ঘণ্টা পথ অবরোধের পাশাপাশি হয় পথসভা।
মঞ্চের তরফে প্রযেশ সরকার বলেন, “আমাদের দাবি, যোগ্য ও অযোগ্যদের দ্রুত আলাদা করতে হবে। সেই সঙ্গে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে।” তিনি জানান, তাঁদের এ দিনের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ছিল। যাতে নাগরিক সমাজ, সাধারণ শিক্ষক ও পড়ুয়াদের পাশাপাশি সমস্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাই অংশ নেন।’’
তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষকেরা বিকাশ ভবনে যে দাবিপত্র জমা দিয়েছেন, তার সঙ্গে আমরা সহমত। কিন্তু এ দিনের মিছিলে বাম ও বিজেপির
শিক্ষক নেতারা সরাসরি যোগ দিয়েছিলেন। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে মিছিলে যোগ দেওয়া
সম্ভব হয়নি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)