Advertisement
০৩ মে ২০২৪

তিস্তা চুক্তি নিয়ে আশা সন্তোষের

তিস্তা চুক্তি নিয়ে সমস্যার সমাধান হবে৷ বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে এমনটাই আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০২:১০
Share: Save:

তিস্তা চুক্তি নিয়ে সমস্যার সমাধান হবে৷ বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে এমনটাই আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার৷

তিনি বলেন, তিস্তা নদী নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে৷ তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা উচিত না৷ তাঁর কথায়, ‘‘তবে এ টুকু বলতে পারি৷ কোনও সমস্যা থাকবে না৷’’ দলীয় কর্মসূচিতে যোগ দিতে দু’দিনের জন্য জলপাইগুড়িতে এসেছেন তিনি৷ এদিন বিকালে শ্রীদয়াল প্রেক্ষাগৃহে দলের কর্মী সম্মেলনে যোগ দেন তিনি৷ সেখানেই দলের কার্যকর্তাদের নিয়ে আলোচনায় বসেন তিনি৷ তাঁর কথায়, মোদী সরকারের তিন বছর পূর্তি হতে যাচ্ছে৷ সে জন্য বিজেপির নেতা-মন্ত্রীরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন৷ সে জন্যই তার এখানে আসা৷ তিনি জানান, তিনি শুনেছেন, দলের সভাপতি অমিত শাহ-ও এক দিনের জন্য উত্তরবঙ্গে আসতে পারেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE