Advertisement
E-Paper

হঠাৎ ধর্মঘটে বাস মালিকরা, দিনভর দুর্ভোগ

নির্বাচনের মুখে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদহ-নালাগোলা রুটে অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস বন্ধের ডাক দিলেন পরিবহণ কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০১:৫৬
বাস চলেনি। ঝুঁকি নিয়ে এ ভাবেই যাতায়াত করতে হয়েছে নিত্যযাত্রী, বাসিন্দাদের। শুক্রবার মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

বাস চলেনি। ঝুঁকি নিয়ে এ ভাবেই যাতায়াত করতে হয়েছে নিত্যযাত্রী, বাসিন্দাদের। শুক্রবার মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

নির্বাচনের মুখে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদহ-নালাগোলা রুটে অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস বন্ধের ডাক দিলেন পরিবহণ কর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে আচমকা বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। তাঁদের অভিযোগ, হবিবপুরের বুলবুলচন্ডীতে পার্কিং নিয়ে বাস কর্মীদের দু’দফায় মারধর করা হয়েছিল। হবিবপুর থানায় পৃথক ভাবে অভিযোগ করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। যার প্রতিবাদে এ দিন অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া বুলবুলচন্ডীতে বাসস্ট্যান্ডটিও চালুর দাবি তুলেছেন পরিবহণ কর্মীরা। এ দিকে, আচমকা ওই রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারন মানুষ। মালদহের গৌড় কন্যা স্ট্যান্ডে গিয়ে বাস না পাওয়ায় ভোগান্তির স্বীকার হতে নিত্যযাত্রীদের।

তাঁদের অভিযোগ, এই রুটে প্রায়ই বাস ধর্মঘটও ডাকা হয়। আর প্রশাসনের তরফ থেকেও কোন পদক্ষেপ করা হয় না। মালদহের পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা অবশ্য বলেন, ‘‘পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আর বাস কর্মীদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।’’

হবিবপুরের বুলবুলচন্ডী এলাকায় ২০০৯ সালে জেলা পরিষদের উদ্যোগে বাস স্ট্যান্ড তৈরির উদ্যোগ হয়। বাস স্ট্যান্ড তৈরিতে প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অধিকাংশ কাজও শেষ। কিন্তু প্রশাসনের উদাসীনতায়পুরো কাজ শেষ হয়নি বলে অভিযোগ। গাড়ি রাখার শেড থেকে শুরু করে টিকিট কাউন্টার তৈরির কাজ শেষ। তারপরেও চালু হয়নি স্ট্যান্ডটি। যার জন্য বুলবুলচন্ডী এলাকায় মালদহ-নালাগোলা রাজ্য সড়কের উপরে গাড়ি রাখতে হচ্ছে। এ দিকে, ওই এলাকায় ফুটপাথ বলে কিছু নেই। ফলে দিনের গুরুত্বপূর্ণ সময় ওই রুটে যানজটের সমস্যা নিত্য দিনের। এই পরিস্থিতিতে পার্কিং নিয়ে গত ২৩ ও ২৬ মার্চ দুই বাস কর্মীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের গোলমাল হয় বলে অভিযোগ।

বাস কর্মীদের অভিযোগ, বাসের কর্মীদের মারধর করা হয়েছিল। অভিযোগ দায়ের হওয়ার পর পাঁচ দিন কেটে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন ওই রুটের বেসরকারি বাস কর্মীরা।

মালদহ-নালাগোলা রুটে রোজ প্রায় ৭৬টি বাস চলাচল করে। সেই বাস বন্ধ থাকায় বিপাকে পড়েন নিত্য কর্মীরা। মালদহ বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক নিমাই বিশ্বাস বলেন, ‘‘সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কর্তাদের জানিয়েছি।’’ মালদহের অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মন্ডল বলেন, ‘‘বাস কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।’’

bus owners strike suffering
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy