বাবা অসুস্থ। তাই ছেলেরই দায়িত্ব। অনভ্যস্ত পায়ের চাপে আস্তে আস্তে গড়াচ্ছিল রিকশা। চা বাগানের সবুজে জুড়িয়ে যাচ্ছিল আমার চোখ। সদ্য আলোয় স্নান করা সবুজ। বোধনের ভোরের সবুজ। মাতৃরূপে, শক্তিরূপে, মহামায়ারূপে দূরে কোথাও প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে দেবীর। ততক্ষণে অনেকটাই আড়ালে সরে গিয়েছে ডেঙ্গুয়াঝাড় চা বাগান। হঠাৎই চোখ আটকে গেল দাউদাউ চিতার আগুনে। ধোঁয়ার কুণ্ডলী পাক দিয়ে উঠছে আকাশের দিকে। মাটিতেও কয়েক জনের কুণ্ডলীতেও তখন ঘুরপাক খাচ্ছে স্বজন হারানোর কান্না।
পুব আকাশের লাল তখন অনেকটাই ফিকে। সূর্য উঠেছে।
কী সব এতাল বেতাল চিন্তার তারটা ছিড়ে গেল আমার সদ্য কৈশোর টপকানো রোগাসোগা সারথির গলার স্বরে। ‘‘এইখান দিয়া যাইতাছি দেখতে পাইলি না।’’ রিকশার ঠিক সামনে দিয়ে লাল-নীল-হলুদ-সবুজের একটা রামধনু ছুটে যেতে যেতে ধমক শুনে থমকে দাঁড়াল একটু। ঢাকের আওয়াজে সবে ঘুম ভেঙেছে। তাই মা দুগ্গার মুখ দেখতে সেই দৌড়টাই তো আসলে বোধনের সকাল। আর তাতেই তারা এসে পড়েছিল একেবারে আমার রিকশার সামনে। কোনওমতে অঘটন রুখে আমার সদ্য যুবক সারথি চেঁচিয়ে উঠেছে তাই। কচি কচি মুখগুলিতে দেখছিলাম কল্পারম্ভের আনন্দ। রিকশা থেমে যেতেই আচমকা চুপ হয়ে যাওয়া তাদের কলকল শুরু হয়ে গেল আবার। তাতে স্বস্তি দেখলাম সেই মুখটাতেও।