জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে এক মহিলা সহ নিহতের তিন আত্মীয়কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম দীনবন্ধু রায়, বিজয় রায় ও ভারতী রায়। এ দিন হাসপাতাল কর্তৃপক্ষ দীনবন্ধুকে ছুটি দেওয়ার পরে তাঁকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। দীনবন্ধুর মামাতো ভাই বিজয় ও বিজয়ের স্ত্রী ভারতীকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এর আগে ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৩ ডিসেম্বর বাড়ি থেকে দীনবন্ধুর স্ত্রী রেখা রায়কে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতের নির্দেশে তিনি ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন। এ দিন ধৃত তিন জনকে ওই আদালতে তোলা হলে বিচারক সংগ্রাম সাহা দীনবন্ধুকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিজয় ও ভারতীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ‘‘দীনবন্ধু ওই খুনের মামলায় প্রধান অভিযুক্ত। সেই কারণে, খুনের কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার ও ওই মামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’’
উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমারের দাবি, ‘‘জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্তরা ওই ব্যক্তিকে মারধর করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’