Advertisement
২০ এপ্রিল ২০২৪

নেওড়ায় ফের বাঘ

নেওড়াভ্যালি জাতীয় উদ্যান হিমালয়ের গা ঘেঁষে রয়েছে। গত বছর ২০ জানুয়ারি সকালে লাভা থেকে আসার পথে ট্যাক্সি চালক আনমোল ছেত্রী নেওড়াভ্যালির জঙ্গলে বাঘ দেখতে পান৷ ছবিও তোলেন৷

বিচরণ: নেওড়াভ্যালির জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় আবার ধরা পড়ল বাঘ। —নিজস্ব চিত্র।

বিচরণ: নেওড়াভ্যালির জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় আবার ধরা পড়ল বাঘ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০৩:০৯
Share: Save:

নেওড়াভ্যালির জঙ্গলে ফের ক্যামেরায় ধরা পড়ল বাঘ ৷ গত ডিসেম্বরের শেষের দিকে নেওড়াভ্যালি জঙ্গলের তিনটি ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে৷ ছবিগুলো একটি বাঘের, নাকি আলাদা আলাদা বাঘের তা খতিয়ে দেখছে বন দফতর৷

নেওড়াভ্যালি জাতীয় উদ্যান হিমালয়ের গা ঘেঁষে রয়েছে। গত বছর ২০ জানুয়ারি সকালে লাভা থেকে আসার পথে ট্যাক্সি চালক আনমোল ছেত্রী নেওড়াভ্যালির জঙ্গলে বাঘ দেখতে পান৷ ছবিও তোলেন৷ এই ঘটনায় হইচই পড়ে যায় বন কর্তা থেকে শুরু করে পরিবেশপ্রেমীদের মধ্যে৷ এরপরই বন দফতরের তরফে নেওড়াভ্যালিতে ২২টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়৷ যদিও পাহাড়ে আন্দোলনের সময় বন দফতরের অনেক সম্পদ পুড়েছে, ট্র্যাপ ক্যামেরা চুরিও হয়েছে৷ বদল করা যায়নি অনেক ক্যামেরার ব্যাটারিও৷ এই পরিস্থিতিতে ফের ট্র্যাপ ক্যামেরায় বাঘ ধরা পড়তে খুশি সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE