Advertisement
০৮ মে ২০২৪
BJP

বিজেপি কর্মীদের ধারালো অস্ত্র নিয়ে হামলা, বক্সিরহাটে অভিযুক্ত তৃণমূল

পুলিশ সূত্রে খবর, বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ঘটনায় আহতরা কোচবিহারে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে আহত বিজেপি কর্মীরা।

হাসপাতালে আহত বিজেপি কর্মীরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৯
Share: Save:

বিজেপি কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে কোচবিহার জেলার বক্সিরহাট থানা এলাকার ওই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৩ বিজেপি কর্মী।

পুলিশ সূত্রে খবর, বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ঘটনায় আহতরা কোচবিহারে চিকিৎসাধীন রয়েছেন।

বিজেপি-র অভিযোগ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার ফেস্টুন লাগানো হয়েছিল মহিষকুচি এলাকায়। তবে তৃণমূলের দুষ্কৃতীরা সেই ফেস্টুন ছিঁড়ে দেয়। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলেই বিজেপি কর্মী বাদল সাহা এবং তাঁর পরিবারের লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূলের দুষ্কৃতীরা। রাতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী।

বক্সিরহাটের এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তরজা শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা সুজিত সাহার দাবি, ‘‘সোমবার রাতে তৃণমূলের পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তায় বেরিয়ে জেপি নড্ডার ব্যানার ছিঁড়ে ফেলে। তখনই বাদল সাহা প্রতিবাদ করায় তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।’’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা একরামুল হকের পাল্টা দাবি, ‘‘বিজেপি-র গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবে যুক্ত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Cooch Behar Bakshirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE