Advertisement
১৯ এপ্রিল ২০২৪
TMC

তৃণমূল ও বিজেপি-র সংঘর্ষে ফের উত্তপ্ত কোচবিহার, বক্সিরহাটে জখম দু’পক্ষের ৮

তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় মোতায়েন পুলিশবাহিনী।

এলাকায় মোতায়েন পুলিশ।

এলাকায় মোতায়েন পুলিশ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১৯:৩৯
Share: Save:

ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের বক্সিরহাট থানার শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের তুরকানি কুঠি এলাকায় তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ দুই দলই একে অপরের দলীয় দফতরে হামলা চালিয়েছে। ঘটনার জেরে উভয় পক্ষের আট জন জখম। এলাকায় মোতায়েন পুলিশবাহিনী।

জোড়াফুল শিবিরের অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। দলীয় দফতরে ইট, পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। তার জেরে জখম হন কয়েক জন তৃণমূল কর্মী। বিজেপি-র পাল্টা অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। সোমবার রাতের পর মঙ্গলবার তুরকানি কুঠি বাজারে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি-র কোচবিহার জেলা কার্যকরী কমিটির সদস্য ধীরাজকুমার বর্মা বলেন, ‘‘তৃণমূল নেতা বৈশাখ মানতার নেতৃত্বে তাদের গুন্ডাবাহিনী বিজেপি-র দলীয় কার্যালয়ে হামলা চালায়। পাশাপাশি বাজারে যে সব বিজেপি কর্মীর দোকান রয়েছে তাঁদের দোকানও ভাঙচুর করা হয়।’’

অভিযুক্ত তৃণমূল নেতা বৈশাখের অবশ্য দাবি, ‘‘দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীরা আলোচনা করার সময়েই বিজেপি অতর্কিতে হামলা চালিয়েছে। সেই হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত। বিজেপি-র অভিযোগ করছে ভিত্তিহীন। তৃণমূল কর্মীরা বিজেপি-র কার্যালয়ে হামলা চালায়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Political Clash Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE