Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Violence

করোনা ত্রাণ বণ্টন ঘিরে তুফানগঞ্জে সংঘর্ষ বিজেপি-তৃণমূলের

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার তুফানগঞ্জ ১২ নম্বর ওয়ার্ডে এ ধরনের এক কর্মসূচি চলাকালীন গন্ডগোলের সূত্রপাত।

ত্রাণ বিলি ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

ত্রাণ বিলি ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১১ জুন ২০২১ ২৩:৩৬
Share: Save:

এ বার করোনা অতিমারি পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের খাবার বিলি করাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠলো তুফানগঞ্জ পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। বিজেপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, করোনা পরিস্থিতিতে যখন দলেরর পক্ষ থেকে দুঃস্থদের ত্রাণ ও খাবার বিলি করা কর্মসূচি চলছিল, সে সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার তুফানগঞ্জ ১২ নম্বর ওয়ার্ডে এ ধরনের এক কর্মসূচি চলাকালীন গন্ডগোলের সূত্রপাত। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়ের অভিযোগ, শ’দেড়েক তৃণমূল সমর্থক হামলা চালান। তিনি বলেন, ‘‘করোনা অতিমারিতে আমাদের সেবা সপ্তাহ কমিউনিটি কিচেন কর্মসূচি চলছে সপ্তাহব্যাপী। আজ হরিধাম মোড়ে যখন সাধারণ মানুষদের খাবার দেওয়া হচ্ছিল সে সময় তৃণমূলের কর্মীরা এসে আমাদের বাধা দেয় এবং আমাদের কর্মীদের মারধর করে। আমার গাড়িতেও হামলা হয়। আমরা পুলিশ-প্রশাসনকে বার বার জানিয়েও কোনও ফল পাইনি। সমস্ত ঘটনা পুলিশের সামনে হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকের ঘটনায় আমাদের ১০-১২ জন কর্মী আহত হয়েছেন।’’

অভিযোগ, অস্বীকার করে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাহুল রায় বলেন, ‘‘আমাদের দলীয় কার্যালয়ে কর্মীরা বসে ছিলেন। সে সময় বিজেপি-র সমর্থকেরা খাবার বিলি করার নাম করে আমাদের পার্টি অফিসের কর্মীদের আচমকাই মারধর করতে শুরু করে। এতে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। সেবা সপ্তাহের নাম করে তুফানগঞ্জে সন্ত্রাস করছেন বিজেপি বিধায়ক। আমরাও পুলিশ-প্রশাসনের কাছে আবেদন করেছি ঘটনার সঠিক তদন্ত করতে এবং এলাকা শান্ত রাখতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Violence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE