Advertisement
E-Paper

মঞ্চে তৃণমূল নেতাদের রাখি বিজেপির

শহরের কদমতলা মোড়। রবিবার দুপুরে সেখানে মঞ্চ বেঁধে রাখিবন্ধন উৎসব করছিল জেলা তৃণমূল। সঙ্গে চলছিল ভাষণও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ০২:৫৪

শহরের কদমতলা মোড়। রবিবার দুপুরে সেখানে মঞ্চ বেঁধে রাখিবন্ধন উৎসব করছিল জেলা তৃণমূল। সঙ্গে চলছিল ভাষণও। মঞ্চ থেকে স্থানীয় তৃণমূল নেতা উত্তম বোস আক্রমণ শানাচ্ছিলেন বিজেপির দিকে।হঠাৎই সেখানে হাজির হলেন বিজেপির যুব মোর্চার একদল তরুণ-তরুণী। ওই দলের মহিলারা হঠাৎ করেই মঞ্চে উঠে তৃণমূল নেতাদের হাতে রাখি পরাতে শুরু করলেন।

ততক্ষণে ওই ঘটনায় হকচকিয়ে গিয়েছেন সকলেই। বিজেপির দিকে তাঁর বক্তব্যে আক্রমণ শানাচ্ছিলেন যিনি, তিনিও তখন বক্তব্য থামিয়ে দিয়েছেন। হাত বাড়িয়ে রাখিও পরলেন। তারমধ্যেই সামলে নিয়েছেন তৃণমূলের মহিলা কর্মীরা। এগিয়ে এসে বিজেপি কর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন তাঁরা। একপক্ষ চকোলেট খাইয়ে মিষ্টিমুখ করালেন তো আরেকপক্ষ খাওয়ালেন লাড্ডু। ততক্ষণে এই দৃশ্য দেখতে ভিড় জমে গিয়েছে কদমতলায়।

বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদের কথায়, ‘‘রাখি সৌভ্রাতৃত্বের, সম্প্রীতির নিদর্শন। রাজনীতিতে বিরোধিতা থাকলেও, মানুষে মানুষে ভেদাভেদ বিশ্বাস করে না বিজেপি।’’ সৌজন্য ফিরিয়ে দিয়েছে তৃণমূলও। দলের জেলা সাধারণ সম্পাদক তপন ব্যানার্জীর কথায়, ‘‘এটা জলপাইগুড়ির ঐতিহ্য, বিজেপির বন্ধুরা সৌজন্য দেখিয়েছেন, আমরাও যথাযোগ্য সম্মান দিয়েছি তাঁদের।’’

এ দিন জনসংযোগ গড়তে রাখিবন্ধন উৎসবকে মাধ্যম করেছে পুলিশও। রবিবার জলপাইগুড়ির বেলাকোবা থানার তরফে রাখি উৎসব পালন করা হয়। পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন থানার আধিকারিক সুব্রত সাহা এবং অন্যান্য পুলিশকর্মীরা। সকলের হাতে তুলে দেওয়া হয় চকোলেট। কুষ্ঠ আশ্রমের আবাসিকদের সঙ্গে নিয়ে রাখিবন্ধন উৎসব পালন করলেন জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী স্বরূপ মণ্ডল। রবিবার জলপাইগুড়ি শহরের সেনপাড়ার কুষ্ঠ আশ্রমের ৭০ জন আবাসিকদের রাখি পরিয়ে দেন তিনি এবং তাঁর রেসকিউ টিমের সদস্যরা। মিষ্টিমুখেরও আয়োজন ছিল। রাখিবন্ধন উৎসব পালন করেছে বামপন্থী ছাত্র-যুব সংগঠনও। এ দিন জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে সমস্ত পথচারীদের হাতে রাখি পরিয়ে দেন তাঁরা।

Rakhi TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy