Advertisement
১৮ মে ২০২৪
জল্পেশ মন্দির

পুজো দিয়েই অসুস্থ হয়ে পড়লেন মুকুল

জল্পেশ মন্দিরে পুজো দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মুকুল রায়৷ শুক্রবার দুপুরে এই ঘটনার পরেই তাঁকে মন্দিরের কাছে দলের এক নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ছুটে গিয়ে ময়নাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা মুকুলবাবুকে পরীক্ষা করে দেখেন৷

অসুস্থ মুকুল রায়কে নিয়ে আসা হচ্ছে। ছবি: দীপঙ্কর ঘটক।

অসুস্থ মুকুল রায়কে নিয়ে আসা হচ্ছে। ছবি: দীপঙ্কর ঘটক।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০১:৫৭
Share: Save:

জল্পেশ মন্দিরে পুজো দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মুকুল রায়৷ শুক্রবার দুপুরে এই ঘটনার পরেই তাঁকে মন্দিরের কাছে দলের এক নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ছুটে গিয়ে ময়নাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা মুকুলবাবুকে পরীক্ষা করে দেখেন৷ এরপর মন্দির লাগোয়া একটি গেস্ট হাউসে বিশ্রাম নিয়ে বিকাল বেলায় জল্পেশ ছাড়েন তিনি৷

ময়নাগুড়ির বিএমওএইচ সন্দীপ বাগ জানিয়েছেন, “ডায়েবেটিসের রোগী মুকুলবাবুর রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াতেই অসুস্থ হয়ে পড়েছিলেন৷ সে জন্য তাকে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ানো হয়৷ এরপরই তিনি অনেকটা সুস্থ বোধ করেন৷”

এ দিন দুপুর একটা নাগাদ জল্পেশ মন্দিরে পুজো দিতে যান মুকুল রায়৷ তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, সাংসদ বিজয়চন্দ্র বর্মন সহ দলের অনেক নেতা-কর্মী৷ দুপুর সোওয়া দু’টো নাগাদ পুজোর প্রায় শেষ লগ্নে আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি৷ তাঁর মাথা ঘুরতে থাকে৷ শরীরের ভারসাম্যও খানিকটা হারিয়ে ফেলেন৷ সঙ্গে সঙ্গে দলীয় নেতা-কর্মীরা তাঁকে ধরে ফেলেন৷

মন্দিরের প্রধান পুরোহিত সমরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “এরপরই মুকুলবাবু আমায় একটু মিষ্টি দিতে বলেন৷ সঙ্গে সঙ্গেই তাঁকে মিষ্টি দেওয়া হয়৷” এরপর নেতা-কর্মীরাই তাকে পাঁজাকোলা করে মন্দিরের উপরে তুলে নিয়ে আসেন৷ সেখান থেকেই তাকে তৃণমূলের ময়নগাগুড়ি ২ নম্বর ব্লকের সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ যেখানে তাঁকে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন৷

সন্দীপবাবুর কথায়, ‘‘আসলে পুজো দেবেন বলে সকাল থেকেই উপোস করে ছিলেন মুকুলবাবু৷ সে জন্যই আচমকা রক্তে শর্করার পরিমাণটা কমে গিয়েছিল বলে মনে হচ্ছে৷’’ সৌরভবাবুও বলেন, ‘‘সকাল থেকে উপোস করার জন্যই মুকুলবাবুর এমনটা হয়েছে বলে মনে হচ্ছে৷’’

বিকেলে মন্দির লাগোয়া গেস্ট হাউসে বসে মুকুলবাবু নিজে অবশ্য বলেন, “কখনও কখনও শরীর একটু খারাপ হতেই পারে ৷ তবে এই মুহূর্তে আমি সম্পূর্ণ সুস্থ৷”

মন্দির সূত্রে জানা গিয়েছে, মুকুলবাবু এ দিন জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের ছেলে শুভ্রাংশু রায়, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন৷ মুকুলবাবু বলেন, “বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যদি বিপুল ভাবে তৃণমূলকে সমর্থন করেন, তা হলে আমি একবার জল্পেশ মন্দিরে পুজো দিতে আসব বলে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম৷ সে জন্যই আজ আমার জল্পেশে আসা৷” পুরোহিত সমরেন্দ্রনাথবাবু বলেন, “জল্পেশে পুজো দিয়ে এদিন খুব খুশিই ছিলেন মুকুল রায়৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mukul roy tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE