Advertisement
০২ মে ২০২৪

নেতার ছেলেকে ধরার দাবি উঠছে তৃণমূলের অন্দরে

তোলা না দেওয়ায় ক্রেন চালককে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেফতারের জন্য এ বার দলের অন্দরেই দাবি উঠতে শুরু করলো৷ দল যে ওই নেতার ছেলের পাশে নেই তাও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা নেতৃত্ব৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৪
Share: Save:

তোলা না দেওয়ায় ক্রেন চালককে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেফতারের জন্য এ বার দলের অন্দরেই দাবি উঠতে শুরু করলো৷ দল যে ওই নেতার ছেলের পাশে নেই তাও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা নেতৃত্ব৷

দাবি মত পাঁচশো টাকা না দেওয়ায় সোহেল খান নামে এক ক্রেন চালককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য জ্যোতিষচন্দ্র রায়ের ছেলে পাপ্পু ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে৷ ১৪ সেপ্টেম্বর ওই ঘটনার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগও হয়েছে৷ কিন্তু পাপ্পু বা তার সঙ্গীরা এখনও অধরা৷

এ দিকে ওই ঘটনার জেরে ইতিমধ্যেই দলের অন্দরে পাপ্পুকে গ্রেফতারের দাবি উঠতে শুরু করেছে৷ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, ‘‘দলেরই একটি অংশ ওই পঞ্চায়েত সদস্যের ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে ৷ আমরা চাই অভিযুক্তকে এখনই গ্রেফতার করা হোক৷’’

গোটা ঘটনায় ক্ষুব্ধ দলের জেলা নেতারাও৷ তৃণমূল সাংসদ বিজয়চন্দ্র বর্মন এ দিন সাফ বলেন, “ওই পঞ্চায়েত সদস্যের ছেলে যা করেছে তা অন্যায়৷ আইনত দণ্ডনীয় অপরাধ৷ দল এমন ঘটনা পছন্দ করে না৷” তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীও এ দিন বলেন, “এমন কোনও ঘটনা হয়ে থাকলে, সে যেই হোক না কেন যাতে ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারে পুলিশকে বলবো ৷” বিষয়টি নিয়ে তৃণমূলও যে দলীয় পর্যায়ে তদন্ত করবে তাও এ দিন জানিয়ে দেন সৌরভবাবু ৷

তবে তৃণমূল নেতৃত্বের একটা অংশ কিন্তু অন্য মত পোষণ করছেন। তাঁরা এখনও অভিযুক্তদের পক্ষেই রয়েছেন৷ দলের জলপাইগুড়ি সদর ব্লকের সভাপতি নিতাই কর বলেন, ‘‘জ্যোতিষবাবু একজন ভদ্র মানুষ৷ কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই তাঁর ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে৷’’ মার খাওয়া ক্রেন চালক নিজেই একজন অপরাধী বলেও এ দিন অভিযোগ করেন নিতাইবাবু৷

এ দিন বারবার ফোন করেও পঞ্চায়েত সদস্য জ্যোতিষবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, ‘‘ঘটনার তদন্ত চলছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Panchayat member Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE